ফের মধুচন্দ্রিমা! সৈকতে ভিকি-অঙ্কিতার উষ্ণ রসায়ন
যেন ভালোবাসার নতুন সংজ্ঞা পেয়ে গিয়েছেন তারকা জুটি।
Tap to expand
বিয়ের বছর তিনেক পার। তবে অঙ্কিতা লোখণ্ডে ও ভিকি জৈনের প্রেমে বিন্দুমাত্র ভাটা পড়েনি। বরং সমুদ্র সৈকতে তা আরও বেড়েছে।
Tap to expand
প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডে। ২০১৬ সালে দুজনের বিচ্ছেদ হয়। সুশান্ত নিজের সিনেমার কেরিয়ারে মন দেন। অঙ্কিতা ব্যস্ত থাকেন টেলিভিশনের কাজ নিয়ে।
Tap to expand
২০১৯ সালে ভিকি-অঙ্কিতার সম্পর্কের কথা জানা যায়। তিন বছর ধরে প্রেম এবং লিভ ইনে থাকার পর ভিকির গলায় মালা পরান অভিনেত্রী।
Tap to expand
মুম্বইয়ের পাঁচতারা হোটেলে নজরকাড়া মণ্ডপেই বিয়ে হয় অঙ্কিতা ও ভিকির। রঙিন আলোর মাঝে হয় শুভদৃষ্টি। এলাহি আয়োজন হয়েছিল বিয়েতে।
Tap to expand
'বিগ বস' শোয়ের ১৮তম মরশুমে একসঙ্গে গিয়েছিলেন ভিকি ও অঙ্কিতা। সেই সময় তাঁদের সম্পর্ক একাধিক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যায়।
Tap to expand
তবে এখন তারকা জুটি যেন ভালোবাসার নতুন সংজ্ঞা পেয়ে গিয়েছেন। তাই তো বিয়ের তিন বছর পর আবারও এই মধুচন্দ্রিমার সুন্দর মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম।
Tap to expand
ঘূর্ণিঝড় 'ডানা'র জেরে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। তার ফলে ট্রেন চালু হতেই স্টেশনে বাড়তে থাকে যাত্রীর ভিড়। গন্তব্যে পৌঁছনোর জন্য শুরু হয় হুড়োহুড়ি।
Tap to expand
দিঘায় প্রবল জলোচ্ছ্বাস। সপ্তাহান্তের সৈকতনগরী 'ডানা'র দাপটে একেবারে পর্যটকশূন্য। যার ফলে পর্যটন ব্যবসায় যে প্রভাব পড়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
Published By: Suparna MajumderPosted: 07:34 PM Oct 25, 2024Updated: 07:34 PM Oct 25, 2024
যেন ভালোবাসার নতুন সংজ্ঞা পেয়ে গিয়েছেন তারকা জুটি।