Advertisement
অভিষেক হচ্ছে অর্শদীপের! সুযোগ পাবেন কুলদীপও, ওভালে কেমন হবে ভারতের প্রথম একাদশ?
'ওয়ার্কলোড'-এর জন্য বুমরাহকে কি বিশ্রাম দেওয়া হবে?
ম্যাঞ্চেস্টারে জাদেজা-সুন্দরের লড়াকু সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে ভারত। কিন্তু এখনও সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে গিলরা। যদি পঞ্চম তথা শেষ টেস্টে ওভালে জিতলে সিরিজ ড্র হবে। ছবি: দেবাশিস সেন।
ম্যাঞ্চেস্টারে ভারতকে ভুগিয়েছে বোলিং ব্যর্থতা। রুট-স্টোকসরা অনায়াসে ৬৬৯ রান করে যান। চোটের জন্য আকাশ দীপ ছিলেন না। খেলতে পারেননি অর্শদীপ সিং। সেই জায়গায় অংশুল কাম্বোজের অভিষেক হলেও চূড়ান্ত ব্যর্থ। সেক্ষেত্রে পঞ্চম টেস্টে অভিষেক হতে পারে অর্শদীপের। ছবি: বিসিসিআই।
দেশের হয়ে ৬৩টি টি-টোয়েন্টি ও ৯টি ওয়ানডে খেলেছেন অর্শদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন। তবে এখনও ভারতের হয়ে লাল বলে খেলা হয়নি। তবে তিনি আগে বলেছিলেন, "আসল চাপ তো পাঁচ দিনের ম্যাচে হয়।" সব ঠিক থাকলে সেই 'চাপ' নেওয়ার অভিষেক হতে চলেছে ২৫ বছর বয়সি পেসারের।
জানা যাচ্ছে, অর্শদীপকে শেষ দুটি টেস্টে খেলানোর পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে চতুর্থ টেস্টের আগে আচমকা তাঁর হাতে চোট লাগে। সেলাইও করতে হয়। তবে এখন তিনি ফিট। মঙ্গলবার ওভালে নেটে পূর্ণশক্তিতে বলও করেছেন। খেলতে পারেন আকাশ দীপও। ছবি: দেবাশিস সেন।
ম্যাঞ্চেস্টারে ভারতের দল নির্বাচন নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনারের খেলা উচিত বলে অনেকে মনে করেন। পঞ্চম টেস্টে সুযোগ পেতে পারেন কুলদীপ। ওভালে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কুলদীপকে সেখানে খেলানো হতে পারে। ছবি: দেবাশিস সেন।
সেক্ষেত্রে কি বিশ্রামে যাবেন জশপ্রীত বুমরাহ? সিরিজের প্রথম থেকেই ঠিক ছিল, ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবেন তারকা পেসার। যে 'কোটা' পূর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যে ১১৯.৪ ওভার বল করেছেন তিনি। তবে 'ওয়ার্কলোড'-এর জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হবে কি না, তা এখনও ঠিক হয়নি।
Published By: Arpan DasPosted: 07:00 PM Jul 29, 2025Updated: 07:00 PM Jul 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
