Advertisement
৬৫০ কোটির জরিমানা, ক্রিকেট থেকে 'হারিয়ে যাবে' বাংলাদেশ! বিশ্বকাপ 'বয়কটে' কতটা ভুগবেন লিটনরা?
বিশ্লেষকদের অনুমান, বাংলাদেশ বোর্ডের বার্ষিক আয়ের ৬০ শতাংশই হাতছাড়া হতে পারে।
ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। সেদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বোর্ড প্রধান আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার ঝুঁকি নিয়ে ভারতে দল পাঠাবেন না।
আইসিসিও সাফ জানিয়ে দিয়েছে, সূচি বদল সম্ভব নয়। ঘোষিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে লিটন দাসদের। কিন্তু এই প্রস্তাবে বাংলাদেশ রাজি নয়। ফলে ক্রিকেটমহল ধরেই নিয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানদের দেখা যাবে না।
বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বাংলাদেশের কী কী ক্ষতি হতে পারে সেই নিয়ে চর্চা চলছে। ক্রিকেটমহলের একাংশ মনে করছে, বিসিবির আর্থিক মেরুদণ্ডটাই ভেঙে যেতে পারে। বার্ষিক আয়ের অন্তত ৬০ শতাংশ অর্থ লোকসান হবে বিসিবির।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপ না খেললে বাংলাদেশি মুদ্রায় অন্তত ৩২৫ কোটি টাকা খোয়াতে হবে বিসিবিকে। বার্ষিক রাজস্ব বাবদ এই টাকা আইসিসি দিয়ে থাকে। কিন্তু বিশ্বকাপ না খেললে এই অর্থ পাবে না বাংলাদেশ বোর্ড।
সেই সঙ্গে সম্প্রচার সত্ত্ব, স্পনসরশিপ ইত্যাদিও বাতিল হবে বিশ্বকাপ না খেলার দরুণ। এছাড়াও বিশ্বকাপ না খেলার শাস্তি হিসাবে বিসিবিকে জরিমানা দিতে হতে পারে। সেটাও একটা বড়সড় অংশ হতে চলেছে। বিশ্লেষকদের অনুমান, বাংলাদেশ বোর্ডের বার্ষিক আয়ের ৬০ শতাংশই হাতছাড়া হতে পারে এসবের জেরে।
বাংলাদেশ বিশ্বকাপ না খেললে আরও একগুচ্ছ শাস্তি পেতে পারে বলে আইসিসি সূত্রে খবর। বাংলাদেশকে নির্বাসনে পাঠানো হবে, সেটা একশো শতাংশ নিশ্চিত। তবে নির্বাসনের মেয়াদ কতদিনের হবে, সেটা ঠিক হবে আইসিসির বোর্ড বৈঠকে।
সামনের বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। সেখানেও হয়তো সরাসরি খেলার সুযোগ পাবে না বাংলাদেশ। কারণ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের মাপকাঠি হল র্যাঙ্কিং। বাংলাদেশ এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে রয়েছে।
পরের ওয়ানডে সিরিজগুলো খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কিন্তু বাংলাদেশ নির্বাসিত হলে কোনও দেশই তাদের সঙ্গে সিরিজ খেলবে না। ম্যাচ জিতে ক্রমতালিকায় উন্নতি করার দরজাও বন্ধ হয়ে যাবে।
শোনা যাচ্ছে, আইসিসির থেকে বাংলাদেশ যা অর্থ পায়, সেটার দ্বিগুণ জরিমানা করা হতে পারে বিসিবিকে। অর্থাৎ ৬৫০ কোটি টাকা স্রেফ জরিমানা বাবদ খরচ হয়ে যাবে বিসিবির। সবমিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে বসেছে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
Published By: Anwesha AdhikaryPosted: 12:53 PM Jan 23, 2026Updated: 12:53 PM Jan 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
