Advertisement
ভারত-পাকিস্তান ম্যাচের দিনই ছক্কা! ব্যাট-বল হাতে বাইশ গজে দিলীপ
একের পর এক ছক্কা হাঁকালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত। পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার পর এই ম্যাচ ঘিরে চলছে টানাপোড়েন। অনেকেই বয়কটের ডাক দিয়েছেন।
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ নিয়ে টানাপোড়েনের মাঝে ভিন্ন মুডে দিলীপ ঘোষ। ব্যাট-বল হাতে ইকো পার্কে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।
বল করতেও দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। সবমিলিয়ে ইকো পার্কে এক্বেবারে ভিন্ন মুডে ধরা দিলেন প্রাক্তন সাংসদ।
দিলীপ ঘোষ নিয়মিত শরীরচর্চা করেন। তাই প্রায় প্রতিদিন ইকো পার্কে ভোরবেলা দেখা যায় তাঁকে। এর আগেও একাধিকবার ভোরের ইকো পার্কে ভিন্ন মুডে দেখা গিয়েছে।
রাজনীতির জমিতে তিনি ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে জানেন। ২০১৯-এ বাংলার প্রায় প্রতিকূল মাটিতেও তিনি পদ্ম ফুটিয়েছিলেন। ১৮টি সিট পেয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপিকে তীব্র ভাবে প্রাসঙ্গিক করে তুলেছিলেন। অথচ চব্বিশের লোকসভা তাঁর জন্য বয়ে আনে দুঃসংবাদ। তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাস্ত হতে হয় তাঁকে।
Published By: Sayani SenPosted: 09:39 AM Sep 14, 2025Updated: 09:53 AM Sep 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
