Advertisement
'রাঞ্ঝনা' থেকে 'আশিকি ২', প্রেমের নতুন সংজ্ঞা লেখা এই ছবিগুলি আপনার মনেও দাগ কাটে?
দেখে নিন কোন কোন ছবি রয়েছে এই তালিকায়।
'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', ভারতীয় বিনোদুনিয়ায় নতুন ইতিহাস তৈরি হয়েছিল এই ছবির হাত ধরে। রাজ-সিমরনের অমর প্রেম কাহিনি হয়ে উঠেছিল সকলের কাছে প্রেমের মন্ত্র। লাভগুরু কে? পর্দার 'রাজ' অর্থাৎ শাহরুখ খান। এই ছবির মহিমা আজও সকলের কাছে একইভাবে অক্ষুণ্ণ রয়েছে।
'রাহুল', 'অঞ্জলি' আর 'টিনা', কী নস্ট্যালজিক হয়ে পড়ছেন? মনে পড়ে যাচ্ছে নয়ের দশকের ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর কথা? কলেজ প্রেম, প্রথম ভালোবাসা, বন্ধুত্ব এই সবকটি অনুভূতি মিশে রয়েছে এই ছবির সঙ্গে। পায়ে পায়ে সাতাশ বছর সম্পূর্ণ করল এই ছবি।
সলমন খান ও ভাগ্যশ্রী অভিনীত 'ম্যায়নে প্যায়ার কিয়া' ছবিটি যেন এক নতুন জাদু তৈরি করেছিলা। তাতে বুঁদ হয়েছিলেন আসমুদ্রহিমাচল। বলিউডের রোম্যান্টিক ছবির তালিকায় তাই এই ছবি না থাকলেই নয়।
কথায় বলে প্রেমের ফাঁদ পাতা ভুবনে', আর একথা অক্ষরে অক্ষরে মিলে যায় যে ছবির সঙ্গে তা হল 'জব উই মেট'। করিনা কাপুর ও শাহিদ কাপুর অভিনীত এই ছবি আজও ভাসিয়ে নিয়ে যায় যেন অন্য জগতে। ট্রেনযাত্রায় আলাপ হওয়া ব্যর্থ প্রেমিক আদিত্যর সঙ্গে গীতের একটু একটু করে প্রেম জমে ওঠা মনে গেঁথে রয়েছে সকল দর্শকের।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'। যাতে ভালোবাসা থেকে বন্ধুত্ব দুই সম্পর্কেরই সব উপাদান ছিল বলা যায়। ছবিতে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর ও কালকি কোয়েচলিনের বন্ধুত্বের রসায়ন সঙ্গে ভালোবাসা এক অন্য অনুভূতি তৈরি করেছিল সকলের মনে।
ছবির অধিকাংশ প্রেক্ষাপট জুড়ে ছিল বারাণসী। শুটিং চলেছিল বারাণসী ও দিল্লি উভয় জায়গাতেই। ২০১১ সালের জনপ্রিয় ছবি 'রাঞ্ঝনা'। যা সারা ফেলে দিয়েছিল রীতিমতো। আনন্দ এল রাইয়ের পরিচালনায় সোনম কাপুর ও ধনুশ অভিনীত এই রোম্যান্টিক হিন্দি ছবি আজও সকলের মনে গেঁথে রয়েছে।
মোহিত সুরি পরিচালিত ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'আশিকি ২'। যে ছবি নতুনভাবে প্রেমের সংজ্ঞা তৈরি করেছিল। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবির গানও একইভাবে সকলের মন ছুঁয়ে গিয়েছিল। যা আজও একইভাবে সকলের পছন্দের তালিকায় রয়েছে।
২০০৯ সালে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল ছবি 'লাভ আজ কাল'। দীপিকা পাড়ুকোন ও সইফ আলি খান অভিনীত এই ছবিতে ধরা পড়েছিল কলকাতার অলিগলিও। চুপিচুপি প্রেমে পড়া, চোখে চোখে প্রেম সবমিলিয়ে জমে গিয়েছিল বলিউডের রোম্যান্টিক এই ছবি।
যেমন ছিল ছবির গান তেমনই মন কেড়েছিল ছবির গল্প। কথা হচ্ছে ভূমি পেডনেকার ও আয়ুষ্মান খুরানা অভিনীত 'দম লাগাকে হাইশা' ছবি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির চরিত্রের জন্য ভূমিকে ওজন বাড়িয়ে করতে হয়েছিল নব্বই কেজি। মান-অভিমান, ভালোবাসা সবমিলিয়ে এই ছবি এক অন্য অনুভুতি তৈরি করে দর্শকমনে।
শেফালী শাহ, স্বানন্দ কিরকিরে ও জয়দীপ অহলওয়াট অভিনীত 'থ্রি অফ আস' ছবিটিও এই তালিকায় রয়েছে। অল্পবয়সের প্রেম। পরিস্থিতির চাপে আলাদা হয়েও এক সন্ধ্যায় বহু বছর পর একে অপরের সঙ্গে হঠাৎ দেখা। আর তা যেন এক হিমেল হাওয়া বয়ে নিয়ে আসে। বলিউডের রোম্যান্টিক ছবি হিসেবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। ছবি: সোশাল মিডিয়া
Published By: Arani BhattacharyaPosted: 07:09 PM Oct 16, 2025Updated: 01:09 PM Oct 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
