-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Border gavaskar trophy rohit sharma virat kohli and others in practice session in melbourne ahead of boxing day test
পিচ নিয়ে সতর্ক রোহিত, নেটে দর্শকদের শান্ত করলেন বিরাট, বক্সিং ডে টেস্টে ভারতের প্রস্তুতি তুঙ্গে
অনুশীলনে আঙুলে চোট পান শুভমান গিল। তবে তাঁর চোট গুরুতর নয়।
Tap to expand
২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট নিয়ে ভারতীয় দলের প্রস্তুতি তুঙ্গে। পিচ বিতর্ক, জাদেজাদের ইংরেজি না বলা নিয়ে অজি মিডিয়ার তোপ সরিয়ে নিবিড় অনুশীলনে মগ্ন ভারতীয় দল।
Tap to expand
বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। ফলে মেলবোর্ন টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্য। সেখানে অবশ্যই তুরুপের তাস জশপ্রীত বুমরাহ। তিন টেস্টে ২১টি উইকেট তুলে নিয়েছেন তিনি। ছবি: দেবাশিস সেন।
Tap to expand
মেলবোর্নে ভারতকে পুরনো পিচ দেওয়া হয়েছিল অনুশীলনের জন্য। সেই নিয়ে তোপ দাগেন অধিনায়ক রোহিতও। সাংবাদিক সম্মেলনের পরই রোহিত শর্মারা সোজা হাঁটা লাগান পিচের দিকে। সেখানে ছিলেন কোচ গৌতম গম্ভীর, জশপ্রীত বুমরাহ ও প্রধান নির্বাচক অজিত আগরকর। ছবি: দেবাশিস সেন।
Tap to expand
নেটে অনুশীলনে আঙুলে চোট পান শুভমান গিল। কিন্তু প্র্যাকটিস ছাড়েননি তিনি। তবে তাঁর চোট গুরুতর নয়। পারথ টেস্টে চোটের জন্য খেলতে পারেননি গিল। বাকি দুটি টেস্টেও রান পাননি তিনি। ছবি: দেবাশিস সেন।
Tap to expand
নেটে আকর্ষণের কেন্দ্রে বিরাট কোহলি। হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণদের দক্ষতার সঙ্গে সামলান তিনি। মেলবোর্নে ছন্দে ফিরতে মরিয়া কোহলি। সমর্থকরা চিৎকার করে উঠতেই কোহলি তাঁদের শান্ত হওয়ার অনুরোধ করেন। যাতে মনঃসংযোগ ব্যাহত না হয়। ছবি: দেবাশিস সেন।
Tap to expand
দর্শকদের মধ্যে ৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন এক মহিলাভক্ত। ভারতীয় ক্রিকেটারদের অটোগ্রাফ পাওয়ার জন্য অপেক্ষা ছিল তাঁর গোটা পরিবারের। শেষ পর্যন্ত তাঁদের আনা জার্সিতে অটোগ্রাফ দেন রোহিত শর্মা। ছবি: দেবাশিস সেন।
Tap to expand
সাংবাদিক সম্মেলনে রোহিত জানালেন, ঋষভ পন্থ-যশস্বীদের নিয়ে চিন্তার কিছু নেই। দুটো টেস্টে রান না পেলেও তাঁরা বাড়তি চাপ নিতে নারাজ। ছবি: দেবাশিস সেন।
Published By: Arpan DasPosted: 03:28 PM Dec 24, 2024Updated: 03:28 PM Dec 24, 2024
অনুশীলনে আঙুলে চোট পান শুভমান গিল। তবে তাঁর চোট গুরুতর নয়।