Advertisement
Bidisha De Majumder: 'প্রেম নয়, শুধু শারীরিক সম্পর্ক ছিল', বিস্ফোরক মডেল বিদিশার 'প্রেমিক'
পুলিশের নজরে মডেলের ডায়েরি, কী লেখা রয়েছে তাতে?
পল্লবী দে'র পর গ্ল্যামার দুনিয়ায় ফের রহস্যমৃত্যু। নাগেরবাজারের ভাড়া বাড়ি থেকে উদ্ধার উঠতি মডেল বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ।
উঠতি মডেলের মৃত্যুর কারণ নিয়ে ক্রমশ ঘনাচ্ছে রহস্য। পুলিশের নজরে বিদিশার 'প্রেমিক' অনুভব বেরা। মডেলের এক বান্ধবীর সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল। যার সত্যতা যাচাই করেনি Sangbad Pratidin.in।
বিদিশার 'প্রেমিকে'র দাবি, "বিদিশাকে কখনওই আই লাভ ইউ বলিনি। তবে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল।" সম্পর্কের টানাপোড়েনেই উঠতি মডেল আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান নাগেরবাজার থানার পুলিশের।
কারও কারও মতে, পেশাগত কারণেও মানসিক অবসাদে ভুগছিলেন বিদিশা। তার জেরে বিদিশা আত্মঘাতী হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিদিশার ঘর থেকে একটি ডায়েরি এবং দু'টি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। মোবাইলের কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Sayani SenPosted: 01:28 PM May 26, 2022Updated: 03:43 PM May 26, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ