Advertisement
বয়সে কী আসে যায়! জানেন, কত ছোট বয়সি তারকাদের বিয়ে করেছেন বিনোদুনিয়ার এই মহিলারা?
তালিকায় রয়েছেন টলিউড থেকে বলিউডের বহু তারকা।
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের কথাই তাহলে বলি প্রথমে। রাইসুন্দরীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক। ঐশ্বর্যর থেকে অভিষেক প্রায় দু'বছরের ছোট।
বলিউডের 'ভিক্যাট' জুটি, অর্থাৎ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের কথা হচ্ছে। সুখী দাম্পত্য, সদ্য দুই থেকে তিন হয়েছেন তাঁর। ক্যাটরিনার থেকে ভিকি পাঁচ বছরের ছোট।
হিন্দি টেলিপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। তাঁদের নিয়ে একসময়ে বেশ চর্চা হয়েছিল। ভিকি, অঙ্কিতার থেকে দু'বছরের ছোট।
Published By: Arani BhattacharyaPosted: 09:59 PM Dec 12, 2025Updated: 09:59 PM Dec 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
