Advertisement
মুম্বইয়ে কাজল-রানির পুজোয় অতিথি জয়া থেকে বিপাশা-টুইঙ্কল, দেখে নিন মুখোপাধ্যায় বাড়ির অষ্টমীর ছবি
মুখোপাধ্যায় পরিবারের পুজোয় চাঁদের হাট।
মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের দূর্গাপুজো মানেই চাঁদের হাট। প্রতি বছর এই বাড়ির পুজোতে আসেন অসংখ্য বলিউড তারকা। এবারও তার ব্যাতিক্রম নয়। প্রতিবছরের মতো এবছরও সেখানে অষ্টমীর বিশেষ পুজোয় এলেন জয়া বচ্চন, অনুপম খের, বিপাশা বসু-সো আরও অনেকে। বাড়ির পুজোয় অতিথি আপ্যায়নে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রী তনুজাকেও।
মুখোপাধ্যায় পরিবারের দুই কন্যে রানি মুখোপাধ্যায় ও কাজলের সঙ্গে এদিন পূজা মণ্ডপে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুললেন তাঁদের অতিথি অভিনেত্রী টুইঙ্কল খান্না। জমকালো সাজে সেজেছিলেন এদিন তাঁরা তিনজনেই।
মুখোপাধ্যায় পরিবারের সঙ্গে খুবই ভালো সম্পর্ক বচ্চনজায়া জয়া বচ্চনের। এদিন অষ্টমীতে লাল শাড়িতে সেজে এলেন তিনি এই পুজোয়। ভিন্ন মেজাজে ধরা দিলেন তিনি। টুকটুকে লাল শাড়িতে এক্কেবারে বাঙালি সাজে সেজেছিলেন এদিন এই বঙ্গকন্যা।
মুখোপাধ্যায় পরিবারের অষ্টমী পুজোয় এসেছিলেন এদিন আরও এক বঙ্গকন্যা। তিনি বিপাশা বসু। দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিনের বাসিন্দা মেয়েটি এখন কলকাতা থেকে বহু দূরে মায়ানগরীতে সংসার পেতেছেন। মেয়ে দেবী ও স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে সুখের সংসার। এদিন লাল শাড়িতে সেজে মেয়ে দেবীকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে অতিথি হয়ে এলেন তিনি রানি-কাজলের বাড়ির পুজোয়।
মুখোপাধ্যায় পরিবারের পুজোয় এদিন এসেছিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। পুজো মণ্ডপে তাঁর সঙ্গে ভক্তদের সেলফি তোলার আবদার মেটালেন হাসিমুখে অভিনেতা।
রানি-কাজলের বাড়ির দূর্গাপুজোয় এসেছিলেন স্বনামধন্য অভিনেতা-পরিচালক রাকেশ রোশন। মায়ের মণ্ডপে দাঁড়িয়ে ছবিো তুললেন তিনি।
বিদেশে সংসার পেতে পাকাপাকি সেখানুকার বাসিন্দা হলেও নিজের সংস্কৃতিকে কখনওই ভুলে যাননি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি মেয়েকেও সেই শিক্ষায় শিক্ষিত করেন তিনি। ঠিক সেভাবেই শিকড়ের টানেই যেন মুখোপাধ্যায় পরিবারের পুজোয় অতিথি হিসেবে বরাবরের মতো এলেন প্রিয়াঙ্কা। নীল রঙের সালোয়ার কামিজে সেজেছিলেন এদিন তিনি। (ছবি: সোশাল মিডিয়া)
Published By: Arani BhattacharyaPosted: 08:36 PM Sep 30, 2025Updated: 08:36 PM Sep 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
