'অশান্তি নয়', কালীপুজোয় 'হৃদয়' দূষণ থেকে দূরে থাকার বার্তা মমতার
উত্তর থেকে দক্ষিণের ৫ পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
Tap to expand
শহরজুড়ে কালীপুজোর উদ্বোধন। উত্তর থেকে দক্ষিণের ৫ পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিন্টু প্রধান।
Tap to expand
এদিন গিরীশ পার্ক ফাইভ স্টার ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে শান্তি বজায় রেখে উৎসব পালনের বার্তা দেন তিনি। বলেন, "কোনও সাম্প্রদায়িক দাঙ্গা নয়। বাজি নিয়ে কোনও দাঙ্গা-হাঙ্গামা নয়। দীপাবলিতে কোনও অশান্তি নয়।"
Tap to expand
জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, ইন্ডিয়া ক্লাব, ভেনাস ক্লাবেপ কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা।
Tap to expand
মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ-সহ আরও অনেকে।
Tap to expand
ইন্ডিয়া ক্লাবের কালীপুজোর উদ্বোধনে অন্য মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী। তাঁকে ডঙ্কা বাজাতে দেখা যায়।
Tap to expand
মমতা এদিন সচেতনতার বার্তাও দেন। বলেন, "আলোর উৎসবে মেতে যেন কোনওভাবে অন্যের ক্ষয়ক্ষতি না হয়।" সাবধানে পরিবেশবান্ধব বাজি ফাটানোর কথাও বলেন তিনি।
Tap to expand
শব্দদূষণ তো বটেই মানসিক 'হৃদয়' দূষণ থেকেও বিরত থাকতে বলেন তিনি।
Published By: Paramita PaulPosted: 08:29 PM Oct 28, 2024Updated: 08:31 PM Oct 28, 2024
উত্তর থেকে দক্ষিণের ৫ পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।