ফটো গ্যালারি ভবানীপুরের শীতলা মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, নিজের হাতে করলেন আরতি 09:14 PM May 22, 2023 | Tiyasha Sarkar Advertisement Tap to expand ভবানীপুরের শীতলা মন্দিরে আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ধরা দিলেন অন্য মেজাজে। Tap to expand এদিন শীতলা মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। নিজে হাতে বাজান শঙ্খ ও ঘণ্টা। Tap to expand এদিন আরতিও করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন মন্দিরের পুরোহিতদের সঙ্গে। Tap to expand এই প্রথম নয়, এর আগেও ভবানীপুরের এই শীতলা মন্দিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোও দিয়েছেন মা-মাটি-মানুষের নামে। Tap to expand এদিন ফের রাজ্যবাসীর মঙ্গল কামনায় শীতলা মন্দিরে পুজো দিলেন তিনি। এর আগেও এই মন্দিরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Advertisement Loading videos... Subscribe
ফটো গ্যালারি পূজাপাঠ থেকে সর্বধর্ম প্রার্থনা, সাষ্টাঙ্গে প্রণাম করে সংসদে প্রবেশ মোদির, ছবিতে উদ্বোধনের নানা মুহূর্ত
ফটো গ্যালারি শিকারার পাশাপাশি ডাল লেকে নৌসেনার নজরদারি জলযান, জি-২০ সম্মেলনের আগে কড়া নিরাপত্তায় ভূস্বর্গ