Advertisement
শীতের রাতে গায়ে কাঁটা দেবে, একা এই ছবিগুলি ভুলেও দেখবেন না!
স্নায়ুর জোর না থাকলে এই ছবিগুলি দেখার আগে সাবধান!
শীতের রাত। কম্বল গায়ে চাপা দিয়ে সিনেমা কিংবা সিরিজ দেখতে কে না পছন্দ করেন। এমন বিলাসিতা করবেন ভাবছেন? আপনি কি গায়ে কাঁটা দেওয়া সিনেমা কিংবা সিরিজ দেখতে পছন্দ করেন? তবে এই ছবিগুলি হলফ করে বলা যায় একা দেখতে পারবেন না।
ওয়াচ লিস্টের তালিকায় একেবারে প্রথম সারিতে রাখতেই পারেন 'ভয়: দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি'। এই ওয়েব সিরিজটি বেশ আলোচনা হচ্ছে। কল্কির এই ওয়ের সিরিজটি অতিপ্রাকৃতিক শক্তি নিয়ে তৈরি। যা গায়ে কাঁটা দেওয়ার জন্য যথেষ্ট।
হরর থ্রিলারধর্মী ওয়েব সিরিজ 'খওফ' যথেষ্ট সাড়া ফেলেছিল গত বছর। দিল্লির মেসে থাকা এক তরুণীর জীবনে ঘটে যাওয়া কিছু অতি জাগতিক ঘটনা নিয়ে তৈরি এই সিরিজ দেখে আপনি আঁতকে উঠতে বাধ্য। হাতে সময় একটু বেশি থাকলে দেখে নিতেই পারেন সিরিজটি। তবে এই সিরিজ পুরোটা দেখে শেষ করার জন্য স্নায়ুর জোর থাকা দরকার।
গায়ে কাঁটা দেওয়া ছবির তালিকায় 'টুগেদার' না রাখলেই নয়। রিল লাইফের দম্পতি ডেভ ফ্র্যাঙ্কো এবং অ্যালিসন ব্রি শহর থেকে দূরে গিয়ে বসবাস শুরু করেন। তারপর তাঁদের জীবনে ঘটা একের পর এক অদ্ভূত ঘটনা নিয়েই তৈরি 'টুগেদার'। অতিজাগতিক শক্তি নিয়ে তৈরি ছবি আপনি একা কতক্ষণ দেখতে পারবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।
ঠাকুমার দেহর সঙ্গে রাত কাটানোর সময় অতিপ্রাকৃতিক শক্তির সাক্ষাতে কেমনভাবে বদলাতে পারে জীবন, তা ফুটে উঠেছে 'রজারিও' ছবিতে।
একজন মহিলা তাঁর ছোটবেলার বাড়িতে ফেরেন ছোট্ট মেয়েকে নিয়ে। সেখানে গিয়ে পুরনো জিনিসের ভিড়ে পড়ে থাকা টেডি বিয়ার হাতে আসে তার। অসাধারণ সিনেমাটোগ্রাফিতে সাজানো 'ইমাজিনারি' দেখে আপনি পদে পদে শিউরে উঠতে পারেন।
২০২৪ সালে মুক্তি পাওয়া 'গ্রাফ্টেড' ছবিটিও গায়ে কাঁটা দেওয়ার মতো। পরিচালক সাশা রেনবোর এই ছবিটি নজর কেড়েছিল সকলের। বাড়ির খুদে সদস্যের সঙ্গে এই ছবি ভুলেও দেখবেন না।
ডার্ক ইউনিভার্সের ছবি কি আপনার মন টানে? তবে 'উলফ ম্যান' না দেখলেই নয়। ১ ঘণ্টা ৪৩ মিনিটের এই ছবি দেখার পর বেশ কয়েকদিন তার রেশ থাকবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই।
Published By: Sayani SenPosted: 09:55 PM Jan 18, 2026Updated: 09:55 PM Jan 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
