Advertisement
প্রেমিকার সঙ্গে গণেশ পুজো উদযাপন পৃথ্বীর, চেনেন বলিউডের এই উঠতি নায়িকাকে?
যদিও পৃথ্বীর সঙ্গে এর আগেও একাধিক নারীর নাম জড়িয়েছে।
ক্রিকেট কেরিয়ারে কার্যত খাদের কিনারে দাঁড়িয়ে পৃথ্বী শ। ফিটনেস সমস্যা, খারাপ ফর্মের সমস্যায় নাজেহাল প্রতিভাবান ব্যাটার।
তবে ব্যক্তিগত জীবনে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন পৃথ্বী। এক সুন্দরীর সঙ্গে গণেশ চতুর্থী পালন করেছেন তিনি। সেই ছবি ঘিরে নেটপাড়া তোলপাড়।
জানা গিয়েছে, পৃথ্বীর সঙ্গে একফ্রেমে ধরা দেওয়া এই সুন্দরীর নাম আকৃতি আগরওয়াল। তাঁকেই সম্ভবত মন দিয়ে ফেলেছেন পৃথ্বী।
বেশ কয়েকবার রেস্তরাঁ-সহ বেশ কিছু জায়গায় একত্রে দেখা গিয়েছে আকৃতি-পৃথ্বীকে। তাঁদের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে।
সুন্দরী আকৃতি পেশায় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইউটিউবে তাঁর ৮৮ হাজার সাবস্ক্রাইবার। ইন্সটাগ্রামে ৩ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে।
তবে সোশাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে বলিউডেও পা রাখছেন আকৃতি। ত্রিমুখ নামে এক ছবির মাধ্যমে রুপোলি পর্দায় যাত্রা শুরু করছেন তিনি।
ত্রিমুখ ছবি এখনও মুক্তি পায়নি। তবে তার আগেই পৃথ্বীর সঙ্গে ক্যামেরায় ধরা দিলেন আকৃতি। তারপর থেকেই তাঁদের প্রেমের জল্পনা তুঙ্গে।
যদিও পৃথ্বীর সঙ্গে এর আগেও একাধিক নারীর নাম জড়িয়েছে। অভিনেত্রী নিধি তাপাডিয়ার সঙ্গেও বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন তারকা ক্রিকেটার।
Published By: Anwesha AdhikaryPosted: 07:56 PM Aug 28, 2025Updated: 07:56 PM Aug 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
