Advertisement
পোশাকের সঙ্গে মানানসই জুতো চাই? মহিলা ও পুরুষদের হাজার কালেকশন নিয়ে তৈরি শ্রীলেদার্স
সাধ ও সাধ্যের অনবদ্য মেলবন্ধন।
বছরকার পাঁচ দিনের জন্য কত না প্রস্তুতি। কেনাকাটি তো মাস্ট। পোশাকের সঙ্গে মানানসই জুতো না হলেই মনখারাপ তন্বীর।
মানানসই জুতো নিয়ে অবশ্য চিন্তার কিছু নেই। কারণ, আট থেকে আশি - সকলের জন্য অসাধারণ জুতোর সম্ভার নিয়ে হাজির শ্রীলেদার্স। সাধ ও সাধ্যের অনবদ্য মেলবন্ধন।
মহিলাদের জন্য হাজারও জুতোর কালেকশন। ফর্মাল থেকে পার্টিওয়্যার রয়েছে সব কিছু। শ্রীলেদার্সের ফর্মাল জুতোর কালেকশন নজরকাড়া।
পুজোর সময় সালোয়ার কিংবা কুর্তি বেছে নেন অনেকে। সেরকম পোশাকের সঙ্গে মানানসই জুতো ছাড়া চলে না। এই পোশাকের সঙ্গে ফ্ল্যাট এবং হিল জুতোর কালেকশন হাতছাড়া করবেন না।
পুরুষদের দারুণ জুতোরও সম্ভার নিয়ে হাজির শ্রীলেদার্স। ফর্মাল থেকে ক্যাজুয়াল কিংবা পার্টিওয়্যার - রয়েছে সব কিছু।
Published By: Sayani SenPosted: 09:13 PM Sep 17, 2025Updated: 09:13 PM Sep 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
