Advertisement
পুজোয় আকর্ষণীয় ছাড়ে M Baazar থেকে কেনাকাটা করুন, হয়ে যান লাখপতি!
M Baazar-এর নিকটবর্তী আউটলেটে আজই যান।
পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় ফ্যাশন রিটেইল ব্র্যান্ড M Baazar। কেনাকাটা করতে যাঁরা পছন্দ করেন, তাঁদের অত্যন্ত প্রিয় গন্তব্য। বিখ্যাত এই সংস্থা এবার নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় দুর্গাপুজো অফার।
উৎসবের আবহে নতুন জামাকাপড় কেনা শুধু রীতি নয়, এটা একটা আলাদা অনুভূতি। সেই অনুভূতিকে আরও স্মরণীয় করে তুলতে M Baazar নিয়ে এল জামাকাপড় ও অ্যাক্সেসরিজে আকর্ষণীয় ছাড়।
M Baazar একটি বিশ্বাসযোগ্য ফ্যাশন ব্র্যান্ড। যেটি বহু বছর ধরে পূর্ব ভারতের চাহিদা মতো আধুনিক জামাকাপড় সরবরাহ করে আসছে। M Baazar যুগের সঙ্গে তাল মিলিয়ে, স্টাইল আর ঐতিহ্যের মেলবন্ধনে ফ্যাশনকে জনসাধারণের কাছে সাধ্যের মধ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর।
বাংলা-সহ ৯টি রাজ্যে M Baazar-এর দু'শোর বেশি আউটলেট। বছরের পর বছর ধরে ভারতীয় ক্রেতাদের ফ্যাশনের চাহিদা পূরণ করে চলেছে এই ফ্যাশন ব্র্যান্ড। পুরুষ, মহিলা, শিশু- সকলের জন্য হাজারও সম্ভার। যেমন ডিজাইন, তেমনই রং। যা দেখবেন সেটিই কিনতে মন চায় ক্রেতাদের।
M Baazar-এ রয়েছে স্টাইলিশ মেনসওয়্যার, ট্রেন্ডি লেডিসওয়্যার বা ছোটদের জন্য আরামদায়ক এবং ফ্যাশনেবেল জামাকাপড়। প্রতিটি পোশাক পাবেন অত্যন্ত সস্তায়। এক ছাদের নিচে সেরা দামে কেনাকাটি করতে গেলে M Baazar-এ যেতেই হবে।
M Baazar-এর প্রতিটি জামাকাপড় তৈরি হয় উন্নত মানের ফ্যাব্রিক দিয়ে। যাতে আপনি এবং আপনার পরিবারের প্রতিটি সদস্য পায় শ্রেষ্ঠ অনুভূতি। এই পুজোয় নিজেকে দিন নতুন লুক। আর আপনার পরিবারের সকলের জন্য কিনুন সুন্দর সুন্দর উপহার।
প্রতিটি জিনিসপত্রের উপর রয়েছে দারুণ ডিসকাউন্ট। ৪৯৯ টাকার কেনাকাটার উপরেও আপনি পেয়ে যাবেন একটি লাকি ড্র কুপন। যার বিনিময়ে আপনিও হতে পারেন লাখপতি। ৩০০০ টাকার কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। এই সুযোগ হাতছাড়া করলে চলবে না।
Published By: Sayani SenPosted: 06:02 PM Sep 22, 2025Updated: 06:19 PM Sep 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
