Tap to expand বাংলা টেলিভিশন দাপিয়ে পাড়ি দিয়েছেন মুম্বইয়ে। চিনতে পারছেন ছোটপর্দায় এই অভিনেত্রীকে? অদ্রিজা রায়। হ্যাঁ, কালো মনোকিনিতে সৈকতে তিনিই উষ্ণতা ছড়িয়েছেন।
Tap to expand 'মৌ এর বাড়ি'র পর্ব শেষ করে মুম্বই পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী অদ্রিজা রায়। সেখানে এখন তিনি 'দুর্গা অউর চারু' সিরিয়ালের অন্যতম মুখ্য চরিত্র।
Tap to expand টেলি-অভিনেত্রীর বিকিনি পরা ছবি দেখে ইতিমধ্যেই নেটপাড়ায় উষ্ণতার পারদ চড়েছে। কখনও কালো মনোকিনিতে আবার কখনও বা আকাশি রঙের বিকিনিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অদ্রিজা।
Tap to expand উন্মুক্ত শরীর থেকে চুইয়ে পড়ছে গ্ল্যামার। চোখে রোদচশমা। অদ্রিজার এমন অবতার দেখে রাতের ঘুম ছুটেছে অনুরাগীদের। তাঁদের প্রশ্ন, কার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী?
Tap to expand কিছুদিন আগেই সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির সঙ্গে ফটোশুট সেরেছেন অভিনেত্রী। অবশ্য সৈকতে উষ্ণতা ছড়ানো এই ছবিগুলি তার থেকে কোনও অংশে কম নয়।
বর্তমানে হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন ছোটপর্দার এই তারকা।