Advertisement
'ওগো বিদেশিনী'... হঠাৎই 'ন্যাশনাল ক্রাশ' জার্মানির যুবতী! ভারতীয় পোশাকেই মাতাচ্ছেন নেটভুবন
সেইভাবেই জার্মানির যুবতী লিজলাজও এই মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়। শাড়ি, টিপ, গয়নায় বিদেশিনী লিজলাজ যেন অনন্যা।
রাস্তায় অচেনা কারও সুন্দর ছবি তুলে দেওয়া একপ্রকার এই মুহূর্তে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর তা হয় মুহূর্তে ভাইরালও। সেইভাবেই জার্মানির যুবতী লিজলাজও এই মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়। এক ফটোগ্রাফারের ক্যামেরাবন্দি হয়েছিলেন এই জার্মানি যুবতী।
শাড়ি, টিপ, গয়নায় লিজলাজ যেন অনন্যা। মাত্র চব্বিশ ঘণ্টাতেই সোশাল মিডিয়ায় ভাইরাল তিনি। নেটপাড়া জুড়ে এখন শুধু তাঁকেই দেখার হিড়িক। জানেন কে এই 'বিদেশিনী' লিজলাজ? আসুন জেনে নেওয়া যাক।
জন্মসূত্রে জার্মানিতেই বেড়ে ওঠা লিজলাজের। তবে নেদারল্যান্ডেও বেশ কিছু বছর কাটিয়েছেন তিনি। ইংরেজির পাশাপাশি জানেন ফরাসি, রাশিয়ান ও ডাচ ভাষাও। বেশ কিছুদিন কাটিয়েছেন মেক্সিকোতেও। আর সেখানে থাকাকালীন স্প্যানিশ ভাষাও রপ্ত করেছেন এদেশের নতুন এই 'ন্যাশনাল ক্রাশ'।
কিন্তু সুদূর জার্মানির হয়েও কী ভাবে এদেশের সঙ্গে তাঁর এত টান তৈরি হল? অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে লিজলাজের মা অথবা বাবা হয়তো এদেশের। কিন্তু না, তাঁর মা এবং বাবা দু'জনেই বিদেশের। তাঁর মা এবং বাবা সাউথ আফ্রিকা ও জার্মানিরই মানুষ। তাই উত্তরাধিকার সূত্রে তাঁর এদেশের সঙ্গে কোনও যোগাযোগ নেই। তবে মনের সূত্রে টান রয়েছে।
আর মনের কথা তিনি কেনই বা শুনবেন না? মনোবিজ্ঞানের স্নাতকোত্তর লিজলাজ মনের কথা যে অবিকল পড়তে পারেন সে কথা বলাই বাহুল্য। আর তা যদি হয় নিজের মন পরার বিষয়ে তাহলে তো তিনি সেক্ষেত্রে আরও কয়েক কদম এগিয়ে। মনের কথা শুনেই তাই ভারতে তাঁর আসা যাওয়া।
একাধারে ভ্লগার, গায়িকা, মনোবিজ্ঞানের ছাত্রী লিজলাজ এদেশের আনাচকানাচ ঘুরে বেড়াতে ভালোবাসেন। আর সেখান থেকেই এই সাদা শাড়ি, খোলা চুল, কপালে লাল টিপ পরে তোলা ভারতীয় ফটোগ্রাফারের লেন্সের মাধ্যমে পৌঁছে গিয়েছেন সকলের দরবারে।
এই ছবি যে জার্মান নিবাসী লাস্যময়ীর বেশ পছন্দ হয়েছে সে কথা বলাই বাহুল্য। কীভাবে তা বোঝা যাচ্ছে? নিজের ইনস্টাগ্রামে ওই ছবিকে পিন পোস্ট করে রেখেছেন তিনি। এমনকী ক্যাপশনে লিখেছেন, 'একদিন আমি নিজে ঠিক এই পোশাক পরতে শিখব আর তা পরবও।'
তবে এই প্রথম নয়। এর আগেও নানা ভারতীয় পোশাকে নজর কেড়েছিলেন জার্মান তরুণী। কখনও শাড়ি, তো কখনও লেহেঙ্গা তো কখনও আবার গা ভর্তি গয়না ও হাত ভর্তি মেহেন্দিতে ধরা দিয়েছেন তিনি হাসিমুখে। আর তা দেখেই বোঝা যাচ্ছে এদেশের প্রতি তাঁর ঠিক কতটা ভালোবাসা।
তবে শাড়ির মতোই বিভিন্ন বোল্ড আউটফিটেও তাঁর লাবণ্য দেখার মতো। কখনও ডিপ কাট ড্রেস তো কখনও আবার বিকিনিতে এই বিদেশিনী লিজলাজ যেন আগুন।
Published By: Arani BhattacharyaPosted: 06:51 PM Jan 22, 2026Updated: 06:51 PM Jan 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
