Advertisement
কোনওটা প্ল্যাটিনামে তৈরি, কোনওটায় হিরে-পান্না-রুবি, হার্দিকের ৫০ কোটির ঘড়ির কালেকশন যেন রত্নভাণ্ডার
হার্দিকের এই বিলাসবহুল ঘড়ি পরার অভ্যাস নিয়ে কটাক্ষ ছুড়েছিলেন তাঁরই সতীর্থ বরুণ চক্রবর্তী।
তিনি ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁকে অনেকেই টিম ইন্ডিয়ার 'ফ্যাশন আইকন বলে চেনেন'। হার্দিক পাণ্ডিয়ার হেয়ার স্টাইল, ট্যাটু কিংবা হিরে খচিত কানের দুল নিয়ে কম চর্চা হয়নি।
হার্দিকের ঘড়ির কালেকশনের দাম প্রায় ৫০ কোটির কাছাকাছি। রোলেক্স, রিচার্ড মিল্লে, অডিমার্স-বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারীদের সকলেই রয়েছে হার্দিকের আলমারিতে। মাঝেসাঝেই সেই বহুমূল্য ঘড়ি হাতে বেরিয়ে পড়েন কুংফু পাণ্ডিয়া।
রিচার্ড মিল্লে আর এম ২৭-০৪ কালেকশনের ঘড়ি রয়েছে হার্দিকের। স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালের কথা মাথায় রেখে লিমিটেড এডিশনের মাত্র ৫০টি ঘড়ি তৈরি হয়েছিল। ৯ কোটি টাকায় সেই লিমিটেড এডিশনের একটি ঘড়ি কিনেছেন হার্দিক।
কালো ডায়ালের উপর প্ল্যাটিনাম, পান্না বসানো ঘড়ি। পাটেক ফিলিপ নটিলাসের এই ঘড়ির দাম ভারতীয় বাজারে সাড়ে ১৩ কোটি টাকা। আইপিএলে হার্দিকের দাম ১৬.৩৫ কোটি। এক মরশুমের কার্যত পুরো উপার্জন দিয়ে একটি ঘড়ি কিনেছেন হার্দিক।
রিচার্ড মিল্লে আর এম ৬৭-০২ কালেকশনের আরও এক লিমিটেড এডিশনের ঘড়ি, যা কিনা ভারতে পাওয়াই যায় না। ৩.৩ কোটির সেই দুর্লভ ঘড়িও রয়েছে হার্দিকের কালেকশনে। এই ঘড়ির বিশেষত্ব হল সাদা কাপড়ের ব্যান্ড।
সোনার তৈরি অডিমার্স পিগুয়েট রয়্যাল ওক ঘড়িতে বসানো থাকে হিরের টুকরো। কেবল সময় না, এই ঘড়িতে দেখা যায় ক্যালেন্ডারও। এই ঘড়ি যথেষ্ট দুর্লভ বলেই মনে করে ওয়াকিবহাল মহল। ৩.৬ কোটি টাকার এই ঘড়ি পরে বিশ্বকাপ নিয়ে ছবি তুলেছিলেন হার্দিক।
হার্দিকের ঘড়ির সিংহভাগই রিচার্ড মিল্লে আর এম কালেকশনের। এই ঘড়ি প্রস্তুতকারী সংস্থার লিমিটেড এডিশন হোক বা অন্যান্য ঘড়ি, সুযোগ পেলেই কিনে ফেলেন তারকা অলরাউন্ডার।
রিচার্ড মিল্লে আর এম কালেকশনের একটি এডিশন ছিল জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেরেভের নামে। সেই ঘড়িও কিনেছেন হার্দিক, ৩ কোটি ৭০ লক্ষ টাকা খরচ করে। একেবারে পালকের মতো হালকা এই ঘড়ি।
আরেক বিখ্যাত সংস্থা রোলেক্সের প্রতি হার্দিকের ভালোবাসা কম নয়। তারকা অলরাউন্ডারের সংগ্রহে থাকা সোনার তৈরি রোলেক্স ঘড়ি রয়েছে, তার উপরে রুবি বসানো। এই ঘড়ির দাম ২.২৫ কোটি।
Published By: Anwesha AdhikaryPosted: 05:59 PM Jan 18, 2026Updated: 05:59 PM Jan 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
