Advertisement
এশিয়া কাপ চ্যাম্পিয়নের পুরস্কারমূল্যের থেকেও ৮ গুণ বেশি দাম! চর্চায় হার্দিকের বহুমূল্য ঘড়ি
এই ঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
তিনি ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁকে অনেকেই ডাকেন টিম ইন্ডিয়ার 'ফ্যাশন আইকন'। হার্দিক পাণ্ডিয়ার হেয়ার স্টাইল, ট্যাটু কিংবা হিরে খচিত কানের দুল নিয়ে কম চর্চা হয়নি। এখন চর্চায় তাঁর ঘড়ি। যার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
রিচার্ড মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি 'আরএম ২৭-০৪'। সেই ঘড়িই এখন মধ্যমণি। যা প্রথম নজরে আসে এশিয়া কাপের প্রথম অনুশীলন সেশনে।
সীমিত সংস্করণের ঘড়ি হওয়ায় ঘড়িটির সঠিক দাম জানা যায়নি। তবে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এর দাম ২০ কোটি টাকা।
গোটা বিশ্বে মাত্র ৫০টা এই মডেলের ঘড়ি রয়েছে। অবাক করা তথ্য হল, হার্দিকের ঘড়ির মূল্য এশিয়া কাপের মোট পুরস্কারমূল্যের থেকে অনেক বেশি।
Published By: Prasenjit DuttaPosted: 07:10 PM Sep 11, 2025Updated: 07:10 PM Sep 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
