Advertisement
দুষ্টুমি ভরা মেজাজে 'ফুলকি' সিরিয়ালের ইশিতা, দেখেছেন অভিনেত্রীর এই ছবি?
শাহরুখ খানের অন্ধ ভক্ত এই অভিনেত্রী।
'ফুলকি' সিরিয়ালে ইশিতা হয়ে সারাক্ষণ ষড়যন্ত্র করতে থাকেন। তবে বাস্তব জীবনে বেশ মিষ্টি আয়েন্দ্রী রায়। আর সোশাল মিডিয়ায় অভিনেত্রী থাকেন দুষ্টুমি ভরা মেজাজে।
মডেলিংয়ের মাধ্যমে গ্ল্যামার জগতে আয়েন্দ্রীর সফর শুরু। মেদহীন ছিপছিপে চেহারায় ক্যামেরার সামনে বিন্দাস মুডে পোজ দেন অভিনেত্রী।
বাংলা টেলিভশনে আয়েন্দ্রীর সফর শুরু হয় 'আদরিণী' সিরিয়ালের মাধ্যমে। এর পরই 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে আফসিনের চরিত্রে দেখা যায় তাঁকে।
Published By: Suparna MajumderPosted: 05:51 PM May 20, 2024Updated: 05:51 PM May 20, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
