Advertisement
বাংলা টেলিভিশনের এই 'HOT' পুরুষদের চেনেন?
এমন শরীরের মায়া এড়ানো মুশকিল।
গরমের সঙ্গে পাল্লা দিয়ে নেটদুনিয়ায় উষ্ণতা বাড়াচ্ছেন বাংলা টেলিভিশনের পুরুষরা। এক্ষেত্রে প্রথমেই রণজয় বিষ্ণুর নাম করা যায়। কারণ সাম্প্রতিক ছবিটি তাঁরই।
তীব্র এই গরমে সুইমিং পুলের জলে শান্তি খুঁজে পেয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'র অনিকেত। তাঁর ছবিটি তুলেছেন সায়ন্তন দত্ত।
'ফুলকি'র রোহিত অর্থাৎ অভিষেক বসুও কিছু কম যান না। মেদহীন চেহারায় ক্যামেরার সামনে তিনিও পোজ দিয়েছেন। আর তাতেই বেড়েছে সোশাল মিডিয়ার তাপমাত্রা।
একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক। তার জন্য নিজের ওজনও বাড়িয়েছিলেন। কিন্তু এখন নায়ক একেবারে স্লিম অ্যান্ড ট্রিম।
প্রায় দুই বছর পর বাংলা টেলিভিশনের নায়ক হয়ে ফিরছেন শন বন্দ্যোপাধ্যায়। নতুন ধারাবাহিক 'রোশনাই'য়ে দেখা যাবে তাঁকে। তবে সুইমিং পুলের এই ছবি দেখলে চোখ ফেরায় কার সাধ্যি!
Published By: Suparna MajumderPosted: 04:20 PM Apr 06, 2024Updated: 04:20 PM Apr 06, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
