আহা মরি মরি! শরীর জুড়ে প্রেমের আশকারা, নেটপাড়া কাঁপাচ্ছে শ্রীমার এই ছবি
সৈকতে সুন্দরী শ্রীমা। আবার সুইমিং পুলেও।
Tap to expand
সৈকতে সুন্দরী শ্রীমা। আবার সুইমিং পুলেও। নিজের এই রূপের আগুনেই সোশাল মিডিয়া কাঁপাচ্ছেন বাংলা টেলিভিশনের এই সুন্দরী।
Tap to expand
কালার্স বাংলার 'নাগলীলা' সিরিয়ালের মাধ্যমে ছোটপর্দায় শ্রীমার সফর শুরু হয়। তার পর অভিনেত্রী নজর কাড়েন 'জামাই রাজা' ধারাবাহিকের নীলাশা ওরফে নীল হয়ে।
Tap to expand
'বেদের মেয়ে জ্যোৎস্না'র রোহিনী হয়েছিলেন শ্রীমা। আবার 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিকে অভিনেত্রীকে দেখা যায় বিষ্ণুপ্রিয়ার চরিত্রে।
Tap to expand
মূল চরিত্র হোক বা পার্শ্ব চরিত্র। প্রত্যেক ভূমিকায় নজর কেড়েছেন শ্রীমা। জনপ্রিয় 'গাঁটছড়া' সিরিয়ালে তিনি হয়েছিলেন দ্যুতি।
Tap to expand
সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও দেখা গিয়েছে শ্রীমাকে। তাঁর ফিল্মোগ্রাফিতে রয়েছে 'টেকো', 'অমর সঙ্গী'। আগামীতে সান বাংলার নতুন সিরিয়াল 'বসু পরিবার'-এ দেখা যাবে অভিনেত্রীকে। ছবি: ইনস্টাগ্রাম।
Tap to expand
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ মোদির। দেখা করেন পোপ ফ্রান্সিসের সঙ্গেও।
Tap to expand
এছাড়াও রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্তানিও গুতারেস, বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ দেশের প্রধানমন্ত্রীর।
Published By: Suparna MajumderPosted: 08:17 PM Jun 14, 2024Updated: 09:24 PM Jun 14, 2024
সৈকতে সুন্দরী শ্রীমা। আবার সুইমিং পুলেও।