Advertisement
মায়া মাখানো শরীরে তুরস্কের গ্ল্যামার দুনিয়া কাঁপাচ্ছেন এই সুন্দরী, সদ্য ভারতেও এসেছিলেন
বলিউড সিনেমা দেখেন তুরস্কের এই নায়িকা। এখানকার তিন নায়কের সঙ্গে কাজ করতে চান তিনি।
নেটদুনিয়ার বেশ জনপ্রিয় তুরস্কের সিরিয়াল। দর্শকদের পছন্দের তালিকায় অনেক ধারাবাহিকই রয়েছেন। যার মধ্যে প্রথমের সারিতে 'আশক লাফতান আনলামাজ'। যার হিন্দি ভার্সানের নাম, 'প্যায়ার লফজো মে কাহা'। এই ধারাবাহিকের নজর কেড়েছেন হান্দে এর্চেল।
হান্দের বাবা চেয়েছিলেন মেয়ে যেন ডাক্তার হয়। কিন্তু মেয়ের চোখে ছিল গ্ল্যামার দুনিয়ার স্বপ্ন। এই স্বপ্ন এখন সত্যি। তুরস্কের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় হান্দে নিজের নাম লিখিয়ে ফেলেছেন।
এক অনুষ্ঠানে যোগ দিতেই সম্প্রতি ভারতে এসেছিলেন হান্দে। সেখানে আয়ুষ্মান খুরানা, খুশবু সুন্দরদের পাশে বসে বক্তব্য রাখেন। ভারতে আসা তাঁর ভাগ্যে লেখা ছিল বলেই জানান হান্দে।
বলিউডের কোন নায়কের কাজ করতে চান তুরস্কের সুন্দরী? প্রশ্নের উত্তরে তিনটি নাম বলেন হান্দে। হৃতিক রোশন, আমির খান ও সিদ্ধার্থ মালহোত্রা। এই তিনজনকেই পছন্দ তাঁর।
ভারতীয় সিনেমা দেখেছেন হান্দে। তাঁর পছন্দের তালিকায় আমির খানের 'পিকে' ও '৩ ইডিয়টস' রয়েছে। হান্দের প্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া।
Published By: Suparna MajumderPosted: 06:55 PM Mar 09, 2024Updated: 06:55 PM Mar 09, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
