Advertisement
১৬৮টি গ্যারেজ, তিনটে হেলিপ্যাড, তুচ্ছ ভূমিকম্পও! আম্বানির ২৭ তলা অ্যান্টিলিয়ার অন্দরে আর কী লুকিয়ে? জানলে চমকে যাবেন
ছবিতে দেখে নিন আম্বানির অন্দরমহল।
মুকেশ আম্বানি। ভারতে অন্তত এমন কেউ নেই যিনি এই নামের সঙ্গে পরিচিত নন। তাঁর কেরিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে সকলের আগ্রহ প্রবল। অনেকেই আবার জানতে চান ঠিক কেমন অম্বানির প্রাসাদ 'অ্যান্টালিয়া'র অন্দরমহল। কী কী রয়েছে ভারতের সবচেয়ে দামি বাড়ির ভিতরে? চলুন দেখে নেওয়া যাক।
দক্ষিণ মু্ম্বইয়ে রয়েছে আম্বানির ৪ লক্ষ স্কোয়ারফুটের ২৭ তলার প্রাসাদ অ্যান্টালিয়া। এটি তৈরি করেছে শিকাগোর একটি সংস্থা। নাম ওয়েল অ্যান্ড পারকিনস। এই বাড়ির ২৬ তলায় থাকে গোটা অম্বানী পরিবার।
অ্যান্টিলিয়াতে রয়েছে মোট ১৬৮ টি গ্যারেজ। ৬ তলা জুড়ে রয়েছে এই গ্যারেজ। যা বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত গ্যারেজগুলোর একটি। গাড়ি রাখার ব্যবস্থার পাশাপাশি এখানে রয়েছে একটি ডেডিকেটেড কার সার্ভিস স্টেশন।
রিলায়েন্সে কর্তা মুকেশ আম্বানির বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন মোট ৬০০ কর্মী। প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দেওয়া রয়েছে। অ্যান্টালিয়ার কর্মীদের বেতন কিন্তু চমকে দেওয়ার মতো।
২৭ তলাবিশিষ্ট এই বাড়ির বিভিন্ন তলায় যাতায়াতের জন্য রয়েছে মোট ৯ টি লিফট। এই বিলাসবহুল বহুতলের প্রতিটি তলের নকশা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা।
আম্বানির অ্যান্টিলিয়াতে রয়েছে একাধিক সুইমিং পুল। যার মধ্যে ইনডোর ও আউটডোর উভয়ই রয়েছে। যা এই প্রাসাদের আকর্ষণের অন্যতম কারণগুলোর মধ্যে একটি।
বড়পর্দায় সিনেমা দেখার ব্যবস্থাও রয়েছে অ্যান্টালিয়ায়। রয়েছে বিলাসবহুল থিয়েটার হল। সুসজ্জিত এই হলে একসঙ্গে ৫০ জন পর্যন্ত বসে সিনেমা দেখতে পারেন।
আম্বানিদের প্রাসাদে রয়েছে একটি সুসজ্জিত মন্দির। সেখানে প্রতিদিন নিয়ম মেনে পুজার্চনা করা হয়। বাস্তুশাস্ত্র মেনেই তৈরি করা হয়েছে এই মন্দিরটি।
আম্বানিদের প্রসাদের বরফঘর নিয়ে সকলের মনেই হাজারও প্রশ্ন। মুম্বইয়ের প্রচণ্ড গরমেও এই ঘরে মেলে তুষারপাতের অনুভূতি। ঝরে পড়ে বরফ কুচি। তবে বিলাসবহুল এই অ্যান্টিলিয়ায় কিন্তু প্রচলিত এসির ব্যবহার হয় না। এখানে রয়েছে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাড়ির মার্বেল, ফুল ও গাছপালার তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ঘরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় সেখানে। শোনা যাচ্ছে, কারও ব্যক্তিগত স্বার্থে কখনই সেখানকার তাপমাত্রা পরিবর্তন করা হয় না।
Published By: Tiyasha SarkarPosted: 12:02 AM Jan 19, 2026Updated: 12:04 AM Jan 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
