Advertisement
জন্মদিনে মোদিকে বিশেষ পরামর্শ শাহরুখের, অক্ষয়-শিল্পারা কী লিখলেন?
শুভেচ্ছা জানিয়েছেন সানি দেওল, অজয় দেবগনরাও।
"জীবনের সমস্ত লক্ষ্য পূরণ করার শক্তি ও স্বাস্থ্য আপনার থাকুক। জন্মদিনটা ছুটি নিয়ে ভালভাবে কাটান স্যার", প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন শাহরুখ খান।
প্রধানমন্ত্রীর পছন্দের মানুষ অক্ষয় কুমার। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপনের মুখ তিনি। এই ছবিটি আপলোড করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন 'বলিউডের খিলাড়ি'।
'মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা', টুইটারে লেখেন অমিতাভপুত্র অভিষেক বচ্চন।
২০১৯ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন সানি দেওল। ভোটে জিতে হন সাংসদ। ছবি শেয়ার করে দলনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসক অনুপম খেরও। এই ছবিটি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
জন্মদিনে প্রধানমন্ত্রীর সাফল্য ও সুসাস্থ্য কামনা করেছেন শিল্পা শেট্টি কুন্দ্রা। তাঁকে প্রণামও জানিয়েছেন।
Published By: Suparna MajumderPosted: 06:43 PM Sep 17, 2022Updated: 06:43 PM Sep 17, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
