Advertisement
শামিকে লখনউয়ি স্বাগত গোয়েঙ্কার, সঞ্জুর আগমনে চেন্নাইয়ে ক্যাপ্টেন বদল? রইল ১০ দলের হাঁড়ির খবর
জাদেজাকে কি রাজস্থান রয়্যালসের অধিনায়ক করা হবে?
আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এক যুগের সম্পর্কের ইতি ঘটেছে। পাশাপাশি ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ আইয়ারকেও বিদায় জানিয়েছে নাইটরা। নিলামে মূল লক্ষ্য থাকবে অলরাউন্ডার। যেখানে সবার উপর নাম থাকবে ক্যামেরন গ্রিনের। এছাড়া মনে করা হচ্ছে রাসেল ও ভেঙ্কটেশ, দুজনকেই কম দামে ফেরাতে পারে তারা। সঙ্গে উইকেটকিপারও লাগবে। এবার নতুন কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ শেন ওয়াটসন ও বোলিং কোচ টিম সৌদিকে এনেছে শাহরুখ খানের দল।
গতবারের চ্যাম্পিয়ন দল মোটামুটি ধরেই রেখেছে আরসিবি। তবে প্লেয়ার নয়, মূল চিন্তা মালিক নিয়ে। জানা গিয়েছে, ১৭০০০ কোটি টাকায় বিক্রি হতে পারে বিরাট কোহলির দলের দাম। নতুন মালিক এলে ম্যানেজমেন্টে বদল আসতেই পারে। তাছাড়া শোনা গিয়েছে, পদপিষ্ট কাণ্ডের জেরে চিন্নাস্বামীতে নাও খেলতে পারে আরসিবি। সেক্ষেত্রে তাদের সম্ভাব্য গন্তব্য পুণে।
শেষমেশ রাজস্থানের শর্তেই সঞ্জু স্যামসনের জন্য রবীন্দ্র জাদেজাকে ছেড়েছে চেন্নাই সুপার কিংস। জাদেজা ফিরলেন পুরনো দলে। কিন্তু সঞ্জু ছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। সিএসকে'তে এলে কি তাঁকে অধিনায়ক করা হবে? উত্তরটা সম্ভবত না। কারণ, চেন্নাই ম্যানেজমেন্ট রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক রাখতে চাইছে। আরেকটা জল্পনা হল, সঞ্জু এসে যাওয়ায় ধোনি হয়তো মাঝপথেই অবসর নিয়ে নিতে পারেন।
লখনউ সুপার জায়ান্টস নিলামের আগেই মহম্মদ শামিকে দলে নিয়েছে। তাঁর দাম ১০ কোটিতে পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। তারপরই শামিকে উদ্দেশ্য করে এলএসজি কর্ণধারের পোস্ট, 'মুসকুরাইয়ে, আপ লখনউয়ে মে হ্যা।' এবার দেখার শামির ক্রিকেট কেরিয়ার ফের হেসে ওঠে কি না। এবারের নিলামে লখনউ চাইবে মিডল অর্ডারে শক্তি বাড়াতে। তাছাড়াও বোলিং অলরাউন্ডার নেওয়াও লক্ষ্য রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দলের।
হারানো গৌরব ফেরানোর লক্ষ্য মুম্বই ইন্ডিয়ান্সের। নিলামের আগেই ঘর গুছিয়ে নিয়েছে নীতা আম্বানির দল। শেরফেন রাদারফোর্ড, শার্দূল ঠাকুর, ময়ঙ্ক মার্কণ্ডেকে ট্রেড করে নিয়ে নিয়েছে। অর্থাৎ মিডিয়াম পেসার, স্পিনার ও বিদেশি অলরাউন্ডার সবই হার্দিক পাণ্ডিয়াদের ঝুলিতে উপস্থিত। হাতে আর মাত্র ২.৭৫ কোটি টাকা আছে।
এবারের রিটেনশনে সম্ভবত সব থেকে বড় ঝুঁকি নিয়েছে রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে তারা। অবশ্য বদলি হিসেবে রবীন্দ্র জাদেজা ও স্যাম কুরানকে ট্রেড করিয়ে নিয়েছে। অর্থাৎ অলরাউন্ডার, ফিনিশারের জায়গা পূরণ করে ফেলেছে। জাদেজা হয়তো অধিনায়কও হতে পারেন। পাশাপাশি বিদেশি ব্রিগেডের হাসরাঙ্গা, থিকসানাদেরও ছেড়েছে। হাতে রয়েছে ১৬.০৫ কোটি টাকা। অনায়াসে একজন বিদেশি পেসারের জন্য ঝাঁপাতে পারে তারা।
গতবার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে পাঞ্জাব কিংসের। 'সরপঞ্জ' শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সেই অধরা মাধুরী জয় লক্ষ্য থাকবে। তার মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে। যা নিয়ে কোচ রিকি পন্টিং বলেছেন, 'গত বছর ওর থেকে আমরা সেরাটা পাইনি।' পাঞ্জাবের হাতে রয়েছে ১১.৫০ কোটি।
জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ফাফ ডু প্লেসিসদের ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার বাইরে মূল দলটাই ধরে রেখেছে। এই পরিস্থিতিতে তাদের লক্ষ্য থাকবে একজন বিদেশি ব্যাটার ও ভারতীয় পেসার। রাচীন রবীন্দ্র বা কুইন্টন ডি'ককের জন্য ঝাঁপাতে পারে তারা।
Published By: Arpan DasPosted: 09:47 PM Nov 15, 2025Updated: 09:47 PM Nov 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
