Advertisement
কেউ পান কয়েকশো কোটি, কেউ কাজ করেন বিনা বেতনে! পিচাই-মাস্কদের মাইনে জানলে চোখ কপালে উঠবে
জানেন বছরে বেতন বাবদ কত টাকা পান মেটা কর্তা জুকারবার্গ?
সফল ব্যক্তিদের হাঁড়ির খবর পেতে কে না ভালোবাসে! তা শাহরুখ খান হোন বা এক্স কর্তা এলন মাস্ক, এদের মতো বিত্তশালীদের ব্যক্তিগত জীবন, ব্যাঙ্ক ব্যালান্স নিয়ে আমজনতার আগ্রহের শেষ নেই। নিশ্চিতভাবে তা বলা সম্ভব নয় কারণ এদের মতো ব্যক্তিদের উপার্জনের একাধিক সূত্র থাকে। চলুন আজ জেনে নেওয়া স্রেফ বেতন বাবদ বছরে কত উপার্জন করেন জুকারবার্গ-সত্য নাদেলারা।
চাইনিজ সংস্থা পপ মার্টের প্রতিষ্ঠাতা ও সিইও হলেন ওয়াং নিং। ২০১০ সালে পথ চলা শুরু এই সংস্থার। এদের কাজ কী? মূলত ব্লাইন্ড বক্স পদ্ধতিতে ছোট মূর্তি বা খেলনা বিক্রি করে এরা। লাবুবু ও মলির মতো পুতুলগুলো এই সংস্থার আকর্ষণ। ওয়াং নিং বছরে বেতন বাবদ নেন প্রায় ৪ কোটি ২১ লক্ষ ২৯ হাজার।
২০০৫ সালে প্রথম ব্রায়ান নিকোল রেস্তোরাঁর সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে পিৎজা হাটের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও একাধিক সংস্থায় কর্মরত ছিলেন তিনি। ২০২৪ সালে স্টারবাকসের সিইও পদে দায়িত্ব দেন মার্কিন ব্যবসায়ী ব্রায়ান আর নিকোল। বর্তমানে তাঁর বার্ষিক বেতন ১৪ কোটি ৬৫ লক্ষের বেশি।
তামিলনাড়ুতে জন্ম, আইআইটি খড়গপুরে পড়াশোনা। বর্তমানে গুগলের সিইও পদে রয়েছেন ভারতের সুন্দর পিচাই। গুগলের মাদার কোম্পানি 'অ্যালফাবেটে'র দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। জানা যাচ্ছে, তাঁর বার্ষিক বেতন প্রায় ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমান প্রায় ৯৮ কোটি ৪ হাজারের বেশি।
বিত্তশালীদের তালিকায় রয়েছেন TSMC'র সিইও ডঃ সি সি ওয়েই। এই সংস্থাটি বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টার চিপ প্রস্তুতকারী হিসেবে পরিচিত। এর সিইওর বার্ষিক আয় কিন্তু মাথা ঘুরিয়ে দিতে পারে যে কারও। ওয়েই বছরে বেতন বাবদ আয় করেন প্রায় ২৬৫ কোটি ৬১ লক্ষ ১০ হাজারের বেশি।
বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট ‘এনভিডিয়া’র প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং। ১৯৯৫ সালে প্রথম একটি চিপ বাজারে এনেছিল এনভিডিয়া। কিন্তু লাভ তো দূরে থাক, পথচলা শুরুর পরপরই মুখ থুবড়ে পড়ে সংস্থা। পরবর্তীতে লড়াই করে ফের ঘুরে দাঁড়ায় এনভিডিয়া। এই সংস্থার সিইওর বর্তমান বার্ষিক বেতন প্রায় ৪৫৬ কোটি ১১ লক্ষ ৮৩ হাজার টাকা।
আমেরিকান ব্যবসায়ী টিম কুক অ্যাপেলের প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৯৮ সালে এই সংস্থার সঙ্গে যুক্ত হন তিনি। বর্তমানে তাঁর বার্ষিক বেতন ৬৩৮ কোটি ২৬ লক্ষের বেশি।
২০১৪ সাল থেকে মাইক্রোসফটের সিইও পদে রয়েছেন সত্য নাদেলা। তবে সংস্থায় তিনি যোগ দিয়েছিলেন ১৯৯২ সালে। বছরে তাঁর বেতন প্রায় ৭২৪ কোটি ৬২ লক্ষ ২০ হাজার টাকার বেশি।
বিত্তশালীদের তালিকায় স্বাভাবিকভাবেই নাম রয়েছে মেটা কর্তা মার্ক জুকারবার্গের। প্রায়ই তাঁর ব্যক্তিগত জীবনের হদিশ পেতে সোশাল মিডিয়ায় উঁকি দেয় আমজনতা। কিন্তু ব্যাঙ্কের হদিশ তো মেলে না সেখানে। চলুন আজ জেনে নেওয়া যাক তাঁর আয়। তথ্য বলছে, বেতন বাবদ জুকারবার্গ বছরে পান মাত্র ১ ডলার। অবাক হচ্ছেন তো? আসলে সিইও মানেই যে বেতনভুগ কর্মী, তা কিন্তু নয়। অংশীদারী, শেয়ার থেকে মোটা টাকা আয় করেন অনেকেই।
Published By: Tiyasha SarkarPosted: 07:33 PM Jan 22, 2026Updated: 07:33 PM Jan 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
