Advertisement
২০২৫ সালেই চুপিসারে বিয়ে করেছেন হিরণ! অতীত ছবিতে ঋতিকার সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা, তুঙ্গে জল্পনা
কেঁচো খুঁড়তে কেউটে! ঋতিকা-হিরণের সমীকরণ ধরিয়ে দিল এই ছবিই।
ধারাবাহিকের চিত্রনাট্যকেও হার মানাবে বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় 'বিবাহ অভিযান'। প্রথম স্ত্রী'র সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার ছাঁদনাতলায় বসায় মহাবিপাকে নেতা-অভিনেতা। ওয়াকিবহালমহল যখন বলছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী, এই বিয়ে আইনত অপরাধ, তখন সোশাল পাড়া ঘেঁটে বেরলো বিস্ফোরক তথ্য!
গত চব্বিশ ঘণ্টায় যেভাবে হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে চর্চার বিষয় হয়ে উঠেছে, সেখানে পাত্রীর পরিচয় নিয়ে কৌতূহল অস্বাভাবিক নয়! জানা যায়, বিধায়কপত্নী ঋতিকা গিরি যোগব্যায়ামে পারদর্শী। জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন। শুধু তাই নয়!
বয়স একুশ হলেও মডেল হওয়ার পাশাপাশি আইনে স্নাতক। সূত্রের খবর, ঋতিকা ছিলেন হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক। যদিও পঁচিশ সালেই শোনা গিয়েছিল হিরণ চট্টোপাধ্যায়ের জীবনে উঁকি দিয়েছে নতুন বসন্ত তবে তখন নেতা-অভিনেতার পাশে দেখা যায় অন্য এক রহস্যময়ী নারীকে। তিনি ঋতিকা নন! কিন্তু...
এর মাঝেই যে আঠাশ বছরের ছোট আপ্তসহায়কের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন বিজেপির তারকা বিধায়ক, সেকথা কাকপক্ষীতেও টের পায়নি! নিজেই মঙ্গলবার নেটভুবনে দ্বিতীয় বিয়ের খবর দিয়ে বোমা ফাটিয়েছিলেন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সরিয়ে নেন হিরণ, তবে এবার বিধায়কের নবপরিণীতার প্রোফাইল ঘেঁটে বেরল বিস্ফোরক ছবি-মুহূর্ত। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে!
দেখা যাচ্ছে, ২০২৫ সালের জুন মাসে হিরণের সঙ্গে এক মন্দিরে পুজো দেওয়ার ছবি শেয়ার করেছিলেন ঋতিকা গিরি। তারপর থেকে যেসব ছবি আপলোড করেছেন, তার অধিকাংশ ফ্রেমেই তাঁকে 'এয়ো স্ত্রী'র চিহ্ন শাঁখা-পলা, সিঁদুরে দেখা গিয়েছে। আর জল্পনার সূত্রপাত ঠিক সেখান থেকেই।
তাহলে কি ২০২৫ সালেই ঋতিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন হিরণ? এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়! ঋতিকার প্রোফাইল বলছে, ১১ সপ্তাহ আগে হিরণের সঙ্গে বিশেষ কোনও দিন উদযাপন করেছেন তিনি। যেখানে হিরণের সঙ্গে রোম্যান্টিকভাবে হাতে ফুলের তোড়া ধরে থাকতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়!
একে-অপরের দিকে যে দৃষ্টিতে চেয়ে রয়েছেন, সেটা দেখে যে কেউ বলতে পারেন শুটিং সেটে শট দেওয়া কিংবা স্বামী-স্ত্রীর রসায়ন ছাড়া এহেন গদগদভাব অসম্ভব! সেখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি ২০২৬-এর ২০ জানুয়ারি, মঙ্গলে প্রকাশ্যে আনা বারাণসীতে বিয়ের ঝলক কি শুধুই লোকসমাজকে জানানোর জন্য?
পঁচিশ সালের সেপ্টেম্বর মাস থেকে ধারাবাহিকভাবে নবপরিণীতা অবতারে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ঋতিকা গিরি। যেখানে কখনও তাঁর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর আবার কখনও বা শাড়ির আঁচল থেকে উঁকি দিচ্ছে হাতের শাঁখা-পলা।
আবার সেই সেপ্টেম্বর মাসেরই বেশ কয়েকটি ছবি বলছে, সেসময়ে ঋতিকা বারাণসীতে ছিলেন। যেখান থেকে আধ্যাত্মক সফরের একাধিক ফ্রেম ভাগ করে নিয়েছেন তিনি। এখানেই শেষ নয়!
Published By: Sandipta BhanjaPosted: 07:11 PM Jan 21, 2026Updated: 07:11 PM Jan 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
