হাতে হাত ধরে ব্যারিকেড গড়ো... আর জি করের বিচার চেয়ে পাটুলি থেকে উল্টোডাঙা পর্যন্ত বিশাল মানববন্ধন
প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছিল মানববন্ধন।
Tap to expand
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। বিভিন্ন এলাকায় চলছে প্রতিবাদ, আন্দোলন। সেই তালিকায় নয়া সংযোজন মানববন্ধন। ছবি: সায়ন্তন ঘোষ।
Tap to expand
এদিন ‘জাস্টিস ফর আরজি কর’ আন্দোলনে শামিল হলেন চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত পেশাদারেরা। মঙ্গলবার বিকেলে ই এম বাইপাসে হল অভিনব মানববন্ধন কর্মসূচি। ছবি: সায়ন্তন ঘোষ।
Tap to expand
কর্মসূচিতে শামিল হয়েছেন কয়েক হাজার মানুষ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও যোগ দিয়েছিলেন। ছবি: সায়ন্তন ঘোষ।
Tap to expand
বৃষ্টির মধ্যেও দাঁড়িয়েও নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে স্লোগান তোলেন তাঁরা। ছবি: সায়ন্তন ঘোষ।
Tap to expand
পাটুলি থেকে উল্টোডাঙা অবধি তৈরি হয়েছিল এই মানববন্ধন। তার পরেও বাইপাসে কোনও যানজট তৈরি হয়নি। রাস্তার ধারে তৈরি হয়েছিল মানববন্ধন। ছবি: সায়ন্তন ঘোষ।
Tap to expand
পাটুলি থেকে রুবি, সন্তোষপুর কানেক্টর থেকে পরমা আইল্যান্ড হয়ে উল্টোডাঙা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছিল মানববন্ধন। ছবি: সায়ন্তন ঘোষ।
Tap to expand
চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তরা এই কর্মসূচির ডাক দিলেও আমজনতাও শামিল হয়েছিল এই কর্মসূচিতে। ছবি: সায়ন্তন ঘোষ।
Published By: Paramita PaulPosted: 09:20 PM Sep 03, 2024Updated: 09:29 PM Sep 03, 2024
প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছিল মানববন্ধন।