Advertisement
মেগা ফাইনালের আকাশে এরোবেটিক শো, গ্যালারিতে শাহরুখ-দীপিকা-সৌরভ, দেখুন অ্যালবাম
দেখুন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নানা রঙিন মুহূর্ত।
রোহিত বাহিনী কি এবার পারবে ২০০৩ সালের বদলা নিয়ে অজিবধ করতে? ‘বদলার ম্যাচ’ চাক্ষুষ করতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সৌরভ গঙ্গোপাধ্যায়।
গ্যালারিতে জয় শাহর পাশে বসে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটালেন শাহরুখ খান। উপস্থিত আশা ভোসলেও। সদগুরুর পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গেল শচীন তেন্ডুলকরকেও।
হাজির টিম ইন্ডিয়ার নায়কদের লেডি লাকরাও। একফ্রেমে অনুষ্কা শর্মা, ঋতিকা, প্রীতি, আথিয়া শেট্টিরা একসঙ্গে বসেই স্বামীদের জন্য গলা ফাটালেন।
রবিবাসরীয় দুপুরে গোটা দেশের চোখ ‘বদলার ম্যাচের’ দিকে। আমজনতা থেকে সেলেবদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! দক্ষিণী তারকা ভেঙ্কটেশকেও দেখা গেল গ্যালারিতে।
শচীনকন্যা সারা তেন্ডুলকরও দ্যুতি ছড়ালেন গ্যালারিতে। স্বামী কে এল রাহুলের হয়ে গলা ফাটাতে আথিয়া শেট্টি।
Published By: Sandipta BhanjaPosted: 05:29 PM Nov 19, 2023Updated: 05:33 PM Nov 19, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
