Advertisement
বিছানার আদরে সঙ্গিনী কি তৃপ্ত? বুঝে যাবেন সাতটি সংকেতেই
কোনও পুরুষ যদি বুঝতে চান বিছানায় তিনি সত্যিই তাঁর প্রিয় নারীর কাছে আকর্ষণীয় কিনা, তার জন্য নির্দিষ্ট কতগুলি বিষয়ে খেয়াল রাখতে হবে।
শরীরে শরীরে বারুদ জ্বলে ওঠার নামই রতিসুখ। তা কোনও 'ট্রিক'নির্ভর খেলামাত্র নয়। বিশেষজ্ঞরা বলেন, প্রকৃত যৌন দক্ষতা কৌশলের মাধ্যমে অর্জনও করা যায় না। এখানে খুব গুরুত্বপূর্ণ হল সংযোগ। কাজেই কোনও পুরুষ যদি বুঝতে চান বিছানায় তিনি সত্যিই তাঁর প্রিয় নারীর কাছে আকর্ষণীয় কিনা, তার জন্য নির্দিষ্ট কতগুলি বিষয়ে খেয়াল রাখতে হবে। যা বুঝিয়ে দেবে বিছানায় বেশ ভালোই পারফর্ম করছেন তিনি। জেনে নেওয়া যাক কী কী লক্ষণের কথা বলছেন বিশেষজ্ঞরা।
কোনও নারী যদি পুরুষটির সঙ্গে বারবার সঙ্গমে লিপ্ত হতে চান, তাহলে বুঝতে হবে যৌনতার খেলায় তিনি পুরোপুরি পাশ করে গিয়েছেন। যৌনতা বিশেষজ্ঞ অ্যানাবেল নাইট বলছেন, যদি সত্যিই স্বপ্নের নারী বারবার দৈহিক মিলনের আবদার করেন, তাহলে বুঝতে পারবেন আপনি বিছানায় ভালোই ঝড় তুলতে পেরেছেন।
মনে রাখতে হবে যৌনতা কোনও রেস নয়। স্বপ্নের নারীটিকে সুখের শীর্ষবিন্দুতে পৌঁছে দিয়ে তবে নিজের স্খলন ঘটাতে পারলেই সঙ্গমটি সম্পূর্ণ সফল হবে, এমনটা ধরে নিয়ে এক অলীক দৌড়ে মেতে ওঠাটা কোনও কাজের কথা নয়। সাইকো থেরাপিস্ট গিগি এঙ্গেল বলছেন, ''সত্যিকারের প্রেমিকরা কখনও অর্গ্যাজমকে তাড়া করে ফেরে না।'' তাঁর মতে সঙ্গিনীর সঙ্গে শরীরী খেলায় বুঁদ থেকে তালে তালে যৌনতার ছন্দোবদ্ধতায় শামিল হলেই তা পৌঁছে যাবে তুরীয় সুখের মুহূর্তে।
যৌনতা কোনও ট্র্যাপিজের খেলা নয়। কাজেই বিছানায় ভালো হতে গেলে বিভিন্ন পজিশনে সঙ্গম করতে হবে এমন কোনও কথা নেই। অ্যানাবেল নাইট বলছেন, ''যৌনতায় মনোযোগী হয়ে সঙ্গিনীর প্রতি সুস্পষ্ট আগ্রহ দেখানো প্রায়শই যে কোনও নির্দিষ্ট কৌশল বা পোজের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়।'' অর্থাৎ শারীরিক ভাবেই হোক বা মৌখিক, সঙ্গিনীর কাছে নিজেকে উদ্দীপ্ত করে তোলাই আসল কথা।
যৌনতাকে নীল ছবিতে যেভাবে দেখা যায়, সেখানে গতিই শেষ কথা। কিন্তু বাস্তব পৃথিবীতে ধৈর্যই হল শেষ কথা। যৌনতাও তার ব্যতিক্রম নয়। এঙ্গেল বলছেন, ''ধীর গতিতে স্বচ্ছন্দ বোধ করাটাই যৌন দক্ষতার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।''
সঙ্গিনী কি সব সময় বলবে সে কী চায়? বলবে না। মনে মনে সে যা চায় তা ফুটে ওঠে চোখের তারায়, শরীরী ভাষায়। সেই ভাষা জানতে হবে পুরুষকে। ইশারায় প্রিয় নারী কী বলছে তা বুঝে নিতে হবে। তারপর সেটা পূরণ করতে পারলেই কেল্লা ফতে।
Published By: Biswadip DeyPosted: 02:18 PM Jan 17, 2026Updated: 03:17 PM Jan 17, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
