কাতারের পর জার্মানি, ইউরো কাঁপাতে গ্যালারিতে হাজির বিশ্বের সবচেয়ে ‘হট’ ফুটবলপ্রেমী
প্রেম ভাঙার দুঃখ ভুলে প্রিয় দলের হয়ে গলা ফাটাবেন মিস ক্রোয়েশিয়া।
Tap to expand
দুবছর আগে কাতার বিশ্বকাপে সকলের নজর কেড়ে নিয়েছিলেন। এবার ইউরোর মঞ্চেও ফের দেখা মিলল তাঁর-ইভানা নলের।
Tap to expand
ক্রোয়েশিয়ার মডেল ইভানাকে বিশ্বকাপের সবচেয়ে ‘হট’ ফুটবলপ্রেমীর খেতাব দিয়েছিল সোশাল মিডিয়া।
Tap to expand
তবে লাস্যময়ী মডেলের আরেক পরিচয়- তিনি দেশের ফুটবল দলের বিরাট সমর্থক। যেকোনও টুর্নামেন্টে ক্রোয়েশিয়া খেললেই মাঠে দেখা যায় ইভানাকে।
Tap to expand
২০২২ বিশ্বকাপ থেকেই বিখ্যাত হয়ে ওঠেন ক্রোয়েশিয়ার এই মডেল। মহিলাদের পোশাকবিধি নিয়ে একগুচ্ছ নিষেধাজ্ঞা ছিল কাতারে। কিন্তু সেসব বাধা উড়িয়ে দিয়ে একাধিকবার লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন।
Tap to expand
বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ফুটবলপ্রেমীরা ভুলে যাননি ক্রোয়শিয়ার এই মডেলকে। ইভানা নিজেও ফুটবল থেকে দূরে চলে যাননি। ২০২৪ ইউরো কাপ শুরুর আগেই বার্লিনে পৌঁছে যান ৩১ বছর বয়সি মডেল।
Tap to expand
স্টেডিয়ামের গ্যালারি হোক বা সমুদ্র সৈকতে- একাধিকবার স্বল্প পোশাকে নেটদুনিয়া মাতিয়ে দিয়েছেন তিনি। মিস ক্রোয়েশিয়ার খেতাবও জিতেছেন ইভানা।
Tap to expand
কেবল ফুটবল নয়, গ্রাঁ পির মঞ্চেও সঞ্চালনা করতে দেখা গিয়েছে তাঁকে। ইউরো কাপে কোন অবতারে ধরা দেবেন ইভানা, সেই নিয়ে বেশ আগ্রহ রয়েছে তাঁর ভক্তদের মধ্যে।
Tap to expand
তবে লাস্যময়ী মডেল নিজে পোশাক পরিকল্পনা নিয়ে খোলসা করে কিছু বলেননি। যখন যেমন খুশি সেরকম পোশাক পরতে চান। তা না হলে ক্রোয়েশিয়ার পতাকার আদলে পোশাক পরে পৌঁছে যাবেন স্টেডিয়ামে।
Tap to expand
ক্রবার জার্মানি বনাম স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে ইউরো কাপ। সেই ম্যাচের আগেই বার্লিনে পৌঁছে যান ইভানা।
Tap to expand
তবে বার্লিনে যাওয়ার আগে সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন, ১০ বছরের প্রেম ভেঙেছে তাঁর। তবে মন ভাঙার দুঃখ ভুলে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে তৈরি ইভানা নল।
Published By: Anwesha AdhikaryPosted: 02:25 PM Jun 16, 2024Updated: 02:25 PM Jun 16, 2024
প্রেম ভাঙার দুঃখ ভুলে প্রিয় দলের হয়ে গলা ফাটাবেন মিস ক্রোয়েশিয়া।