Advertisement
তছনছ গেইল-ওয়ালশের দেশ, ছবিতে হ্যারিকেন মেলিসার তাণ্ডব
১৭৪ বছরে এত ভয়ংকর ঝড় দেখেনি জামাইকা, লন্ডভন্ড জনজীবন।
২৯ অক্টোবর, ২০২৫। জামাইকার সেন্ট এলিজাবেথের লংউডে হ্যারিকেন মেলিসার তাণ্ডব। প্রতিবেশীর বিধ্বস্ত বাড়িতে দাঁড়িয়ে ব্যক্তি। (ছবি: রিকার্ডো ম্যাকিন / এএফপি)
৬ সেপ্টেম্বর, ২০২৫। তোলা ভ্যান্টরের এই হ্যান্ডআউট স্যাটেলাইট ছবিতে হারিকেন মেলিসার আগে জামাইকার মন্টেগো উপসাগরের ছবি।
২৯ অক্টোবর, ২০২৫। জামাইকার সেন্ট এলিজাবেথের সান্তা ক্রুজে হারিকেন মেলিসার তাণ্ডব। বিপর্যয়ের মাঝে ব্ল্যাক রিভারের বাসিন্দারা রাস্তায় খাবারের খোঁজে। (ছবি: রিকার্ডো ম্যাকিন / এএফপি)
আকাশ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ঝড়ের করাল রূপ। মেলিসার মারে ক্ষতবিক্ষত সেন্ট এলিজাবেথ। (ছবি: ইভান শ । এএফপি)
২৯ অক্টোবর, ২০২৫। হারিকেন মেলিসার মারে তছনছ ব্ল্যাক রিভার। ধ্বংসস্তূপের উপর দিয়ে হেঁটে যাচ্ছে যুবক। (ছবি: রিকার্ডো ম্যাকিন। এএফপি)
২৯ অক্টোবর, ২০২৫। হারিকেন মেলিসার জেরে প্রচণ্ড বৃষ্টি। ভাসল মাঠঘাট। পথ ষেন নদী।ব্ল্যাক রিভারে যাওয়ার পথে বানভাসী রাস্তায় বাইক চালক। (ছবি: রিকার্ডো মাকিন। এএফপি)
২০২৫ সালের ২৯ অক্টোবর। জামাইকার সেন্ট এলিজাবেথের ফুলার্সউড কমিউনিটিতে হারিকেন মেলিসার আঘাত হানার পর ভেঙে পড়ে বাড়ি। (ছবি: রিকার্ডো মাকিন। এএফপি)
Published By: Anustup Roy BarmanPosted: 05:25 PM Oct 31, 2025Updated: 07:06 PM Oct 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
