Advertisement
তৈমুর তখন গর্ভে, অন্তঃসত্ত্বা অবস্থার দশক পেরিয়ে অদেখা ছবি শেয়ার করিনার!
সংসার, মাতৃত্ব এইসব কিছুই চুটিয়ে উপভোগ করেন সইফঘরনি। দুই সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসার। ২০১৬ সালে তৈমুরের জন্মের সময়, করিনার প্রথম মা হওয়ার অনুভূতি ছিল বাকি সব কিছুর থেকে আলাদা।
তিনি কাপুরকন্যা, করিনা কাপুর। সোশাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যা অগণিত। একটা সময় বলিউডের পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন। এই মুহূর্তে পর্দা থেকে দূরে থাকলেও নিজের ভক্তদের কখনও আশাহত করেন না তিনি। এবার এক দশক পেরিয়ে প্রথম মা হওয়ার অদেখা ছবি ভাগ করে নিলেন করিনা সোশাল মিডিয়ায় নিজের অনুররাগীদের সঙ্গে।
সংসার, মাতৃত্ব এইসব কিছুই চুটিয়ে উপভোগ করেন সইফঘরনি। দুই সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসার। এক দশক আগে, অর্থাৎ ২০১৬ সালে তৈমুরের জন্মের সময়, করিনার প্রথম মা হওয়ার অনুভূতি ছিল বাকি সব কিছুর থেকে আলাদা। অন্তঃসত্ত্বা অবস্থার দশক পেরিয়ে অদেখা ছবি পোস্ট করে তিনি সোশাল মিডিয়ায় ক্যাপশনে লিখেছেন, '২০১৬ আমার মাতৃত্বের বছর।'
আয়নার সামনে দাঁড়িয়ে স্যুইমস্যুটে বেবিবাম্প নিয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন করিনা। প্রিন্টেড ওই মনোকিনিতে তাঁকে লাগছে বরাবরের মতোই অপরূপা।
কোনও ছবিতে দেখা যাচ্ছে প্রিয় বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করতে। সেখানে রয়েছেন করণ জোহর। ইন্ডাস্ট্রির সমস্ত গসিপ নাকি করণের থেকেই জোগাড় করেন করিনা। ছবিতে লেখা, 'আমার প্রেগন্যান্সির কথা তখনও ওদের অজানা।'
একইসঙ্গে ওইসময়ে চুটিয়ে কাজ করেছেন করিনা। জনপ্রিয় ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন তিনি।সেই ছবিও ভাগ করে নিয়েছেন একগুচ্ছ ছবির সঙ্গে।
এর মধ্যেই রয়েছে আবার অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে একটি ছবি। তার উপর লেখা রয়েছে 'ভিরে'। সোনমের সঙ্গে 'ভিরে দি ওয়েডিং' ছবিতে অভিনয় করেছিলেন বেবো। তারই টুকরো ছবি বলা যায় একে।
Published By: Arani BhattacharyaPosted: 10:18 PM Jan 16, 2026Updated: 10:18 PM Jan 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
