Advertisement
নেচেগেয়ে বোনের বিয়ের আসর মাতালেন কার্তিক, তবুও জামাইয়ের সামনে কান মলা খেতে হল 'রুহ বাবা'কে!
রাজকীয় আসরে সাতপাকে বাঁধা পড়লেন কার্তিক আরিয়ানের বোন, আবেগপ্রবণ অভিনেতা। দেখুন অ্যালবাম।
দাদা বলে কথা! বোনের বিয়েতে হাজারও দায়দায়িত্ব থাকে। কার্তিক আরিয়ানও এক্ষেত্রে ব্যতিক্রম নন। বোন কৃতিকার বিয়ের জন্য দিন কয়েক আগেই শুটিং থেকে বিরতি নিয়েছেন। এবার বোনের বিয়েতে পর্দার 'রোম্যান্টিক বয়' কার্তিককে দেখা গেল আদ্যোপান্ত 'ফ্যামিলি ম্যান' মুডে।
আগেই জানিয়েছিলেন, প্রথমবার কোনও বিয়েবাড়িতে বিনা পারিশ্রমিকে নাচ করবেন। তখনই অনুরাগীমহলে কৌতূহল জেগেছিল, কার বিয়েতে ফ্রি'তে পারফর্ম করার কথা বললেন কার্তিক? পরে জানা যায়, বোন কৃতিকা খুব শিগগিরি বিয়ে করতে চলেছেন।
শুক্রবার সেই জল্পনার অবসান। গোয়ালিয়রে সাতপাকে বাঁধা পড়লেন কার্তিক আরিয়ানের বোন কৃতিকা আরিয়ান। কৃতিকা পেশায় ডাক্তার। পাত্রের নাম তেজস্বী সিং। পেশায় তিনি বিমানচালক।
শনিবার দুপুরে বোনের বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন কার্তিক আরিয়ান। কোথাও দাদা হিসেবে বোনকে ছাঁদনতলা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করলেন আবার কখনও বা নেচেগেয়ে বিয়ের আসর মাতালেন অভিনেতা।
কার্তিক-কৃতিকা বরাবরই সোশাল মিডিয়ায় তাঁদের দুষ্টু-মিষ্টি সম্পর্কের ঝলক দেখিয়েছেন। বিয়ের দিনও সেই প্রথা বহাল থেকেছে। নতুন জামাইয়ের সামনে বিয়ের আসরে দাদার কান মনে দেন কৃতিকা। তবে বোনের বিদায়ের মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউড অভিনেতা।
যাকে ছোট থেকে বড় হতে দেখলেন, যার সব বায়নাক্কা সামলেছেন, সেই ছোট্ট বোনকে বিয়ের পিঁড়িতে দেখে চোখে জল ধরে রাখতে পারেননি কার্তিক! সোশাল মিডিয়ায় তাঁর শেয়ার করা বার্তাতেই সেই আবেগ ধরা পড়ল শব্দরাজিতে।
কার্তিক লিখেছেন, "এমন কিছু দিন আসে যা নীরবেই তোমার পৃথিবীকে বদলে দেয়। আজ সেরকমই একটি দিন। আমার কিকিকে কনে রূপে দেখে মনে হল, এই এতগুলো বছর যেন মুহূর্তে পরিণত হয়েছে।"
বোনের উদ্দেশে কার্তিকের সংযোজন, "কিকি, আমি তোমাকে সেই ছোট্ট মেয়েটি থেকে বেড়ে উঠতে দেখেছি। যে সবসময়ে আমার পিছনে দৌড়ে বেড়াত। আর আজ তোমাকে প্রাণবন্ত, সুন্দরী কনে অবতারে দেখলাম।"
হাজার হলেও দাদার মন। আনন্দাশ্রু আড়াল করেই কার্তিক বললেন, "তুমি যেমন মানুষ হয়েছ, পরিণত নারী হিসেবে যেভাবে আমাদের সংস্কৃতি-ঐতিহ্য, মূল্যবোধ বহন করতে শিখেছো, তার জন্য দাদা হিসেবে আমি গর্বিত।"
ভাইবোনের সমীকরণ বরাবরই দুষ্টুমিষ্টি। কার্তিক-কৃতিকাও এক্ষেত্রে ব্যতিক্রম নন। নেটভুবনে মাঝেমধ্যেই ভাইবোনের পোস্ট চর্চার শিরোনামে উঠে এসেছে। মনের মণিকোঠা থেকে সেসব সুখ-দুঃখের স্মৃতির রোমন্থন করে আরিয়ান লেখেন, "কৃতিকা তোমার সঙ্গে কাটানো সব হাসি-কান্না, লুকোচুরির মুহূর্তগুলির জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আর আজ যখন কনে হিসেবে তোমাকে ছাঁদনতলায় যেতে দেখলাম, তখনও আমি তোমার পাশেই ছিলাম।"
Published By: Sandipta BhanjaPosted: 05:10 PM Dec 06, 2025Updated: 05:10 PM Dec 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
