Advertisement
২১ গান স্যালুটে রাষ্ট্রপতি ভবনে পুতিন-অভ্যর্থনা, রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি রুশ প্রেসিডেন্টের
বৃহস্পতিবার ভারতে এসেছেন পুতিন।
ইউক্রেন যুদ্ধ এবং অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে প্রথমবার ভারতে পা রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সকালে তিনি পৌঁছে যান রাষ্ট্রপতি ভবনে।
২১ বার গান স্যালুটের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় রুশ প্রেসিডেন্টকে। দেওয়া হয় গার্ড অফ অনারও। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে পুতিন পৌঁছন রাজঘাটে। সেখানে তিনি শ্রদ্ধাজ্ঞাপন করেন জাতির জনক মহাত্মা গান্ধীকে।
রাজঘাট থেকে বেরিয়ে হায়দরাবাদ হাউসে পৌঁছন রুশ প্রেসিডেন্ট। সেখানে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন তিনি।
শুক্রবার ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট। রাজধানীর হায়দরাবাদে হাউসেই অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
Published By: Subhodeep MullickPosted: 12:54 PM Dec 05, 2025Updated: 01:21 PM Dec 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
