Advertisement
সেলেবদের 'ঘুণ ধরা' দাম্পত্যের মাঝেও প্রেমের রূপকথা লিখছেন এই তারকা দম্পতিরা
কোন কোন তারকা দম্পতি রয়েছেন এই তালিকায়?
বলিউডের 'পাওয়ার কাপল'র প্রসঙ্গ উঠলেই যাঁদের কথা সর্বাগ্রে আসে তাঁরা হলেন শাহরুখ খান ও গৌরী খান। প্রায় তিন দশকের দাম্পত্য, কিন্তু এতটুকু মুগ্ধতা হারাননি তাঁরা একে অপরের প্রতি। আর তাই সম্পর্কের নজির হিসেবে তাঁদের কথাই সবার প্রথম মাথায় আসে সকলের।
এই তালিকায় রয়েছেন বলিউডের 'রয়্যাল কাপল' সইফ আলি খান ও করিনা কাপুরও। ২০১২ সালে চার হাত এক হয়েছিল তাঁদের। 'সইফিনা' জুটির দাম্পত্যের বয়স প্রায় তেরো বছর।
করণ জোহরের শো থেকে যে অনুরাগ শুরু হয়েছিল পরে তা দাম্পত্যে পরিবর্তিত হয়। কথা হচ্ছে বলিপাড়ার অন্যতম জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। সদ্য সন্তানের মা-বাবা হয়েছেন দু'জন। তারকা 'পাওয়ার কাপল'দের তালিকায় রয়েছেন তাঁরাও।
চলতি বছরে দুই থেকে তিন হয়েছেন এই প্রজন্মের আরও এক তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। 'শেরশাহ' ছবির শুটিংয়েই দানা বাঁধে তাঁদের ভালোবাসা। পরে তা ছাদনাতলা অবধি পৌঁছয়। এই তালিকায় রয়েছেন তাঁরাও।
তিন বছরের সংসার। তার আগে বেশ কয়েক বছরের প্রেম। তাঁদের স্বপ্নের সেই সেই বিয়ে ছিল যেন রূপকথার এক সফর। মেয়ে রাহাকে নিয়ে দিব্যি কাটছে তাঁদের সংসার। এই কয়েক বছরে তাঁদের ভালোবাসা কমেনি বরং বেড়েছে।
জেনেলিয়া ডি'সুজা ও রীতেশ দেশমুখ, এই তারকা জুটির কথা না বললে হয়? বিয়ের বয়স বেড়েছে অনেকটাই। রয়েছে দুই সন্তানও। কিন্তু এরপরেও সংসারের জাঁতাকলে প্রেম কমেনি বরং তা যেন উত্তরোত্তর বেড়েছে।
বিরাট কোহলি অনুষ্কা শর্মা 'কাপল গোল' কাকে বলে তা যেন বারবার বুঝিয়েছেন তাঁরা। তাঁদের দেখে নতুন করে ভালবাসতে শেখে নতুন প্রজন্ম। তারকাদের 'ঘুণ ধরা' দাম্পত্যের মধ্যে তাঁরা যেন এক অনন্য নজির।
অনস্ক্রিন থেকে অফস্ক্রিন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেমকাহিনি যেন এক অমর প্রেমগাথা। লেক কোমোয় স্বপ্নের বিয়ে থেকে মেয়ে দুয়াকে নিয়ে আগামীর সংসারে মেতে রয়েছেন তাঁরা। আর এর মাঝেই অনুরাগীদের বরাবর যেন বুঝিয়ে দিয়েছেন 'দীপবীর' জুটি 'আমরা প্রেমে আছি আপনারাও থাকুন'।
Published By: Arani BhattacharyaPosted: 06:42 PM Dec 04, 2025Updated: 06:42 PM Dec 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
