Advertisement
১০০ কোটির মামলাতেও শিক্ষা হয়নি! এবার অক্ষয়-সঞ্জয় দত্ত নিয়ে বিস্ফোরক 'সেক্স বম্ব' খুশি
এই খুশি আদতে কলকাতার কন্যা। মুম্বইতে কেন পাড়ি দিয়েছিলেন জানেন?
প্রায়শই সাহসী পোশাক পরার জন্যে চর্চার শিরোনামে বিরাজ করেন খুশি মুখোপাধ্যায়। বিতর্কে জড়াতেও অবশ্য তাঁর জুড়ি মেলা ভার! সম্প্রতি সূর্যকুমার যাদব সম্পর্কে রাত-বিরেতে ফোন করার 'গুজব' রটিয়ে একশো কোটির মানহানি মামলার মুখে পড়েছিলেন। তবে তাতেও বিতর্কিত মডেলের 'গসিপ' প্রবৃত্তিতে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি!
এই খুশি আদতে কলকাতার কন্যা। মুম্বইতে পড়তে গিয়েই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে পরিচয়। ধারাবাহিক, সিনেমায় ছোটখাট পার্শ্বচরিত্রে অভিনয় করলেও পরিচিত পান রিয়ালিটি শো ‘স্পিটস ভিলা’র দৌলতেই। আর সেই মডেল-অভিনেত্রীকে নিয়েই বর্তমানে তটস্থ মুম্বইয়ের পাপারাজ্জি থেকে তারকারা!
নিতম্ব খোলা পোশাক পরায় তারকামহল খুশিকে একঘরে করেছে! এবার সেই বিতর্কিত মডেল কোন কারণে সঞ্জয় দত্ত আর অক্ষয় কুমারকে দুষলেন?
এবার সঞ্জয় দত্ত এবং অক্ষয় কুমারের সম্পর্কে এমন মন্তব্য করলেন যা শুনে তাজ্জব হয়ে যাবে দুই তারকার ভক্তমহল! বলিউডের দুই তাবড় তারকাকে সাধারণত সমীহ করেই চলেন বাকিরা।
কারণ সঞ্জুবাবার মেজাজ সম্পর্কে অবগত নন, এমন মানুষের সংখ্যা নেহাত কমই রয়েছে ইন্ডাস্ট্রিতে। অন্যদিকে সবসময়ে বিতর্কে না থাকলেও অক্ষয় আইনি জবাব ছুঁড়তে সিদ্ধহস্ত খিলাড়ি! দীর্ঘদিনের বন্ধু পরেশ রাওয়ালও যার হাত থেকে রেহাই পাননি।
এবার এক পডকাস্টে হাজির হয়ে বলিপাড়ার সেই দুই তাবড় অভিনেতা সম্পর্কেই বিস্ফোরক মন্তব্য করেন খুশি মুখোপাধ্যায়। খুশিকে জিজ্ঞেস করা হয়েছিল, অক্ষয় কুমার এবং সঞ্জয় দত্ত আপনার সম্পর্কে কিছু নেতিবাচক মন্তব্য করেছেন, কী বলবেন?
এর জবাবে খুশি বলেন, "ওঁদের সিনেমা এমনিতেই ভালো চলে না। কথাটা বলার জন্য আমি দুঃখিত, কারণ ওঁরা আমার চেয়ে অনেক সিনিয়র।" তবে অভিজ্ঞ অভিনেতার স্থান দিয়েও খুশি ছেড়ে কথা বলেননি!
সঞ্জয়কে খোঁচা দিতে গিয়ে খুশি তাঁর সাম্প্রতিক সিনেমা 'ভূতনি'র প্রসঙ্গ টানেন। বিতর্কিত মডেল-নায়িকার মন্তব্য, "আমার কথায় বিতর্ক হোক বা আপনারা রাখঢাক করুন না কেন, সত্যি বলতে কি ওদের সিনেমার চেয়ে আমাকে নিয়ে বেশি চর্চা হয়। আর নিজেদের সিনেমা হিট করাতে যদি কেউ আমাকে আক্রমণ করেন, তাহলে ক্ষতি কী?"
Published By: Sandipta BhanjaPosted: 09:49 PM Jan 26, 2026Updated: 09:49 PM Jan 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
