Advertisement
নয়া ফিল্ডিং কোচ পেল KKR, দেখে নিন ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া প্রাক্তন ক্রিকেটারের প্রোফাইল
গত মরশুমের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার লক্ষ্যেই যে তারা নেমেছে, তা বুঝিয়ে দিচ্ছে শাহরুখ খানের দল।
আইপিএলে শক্তিশালী দল করেছে কলকাতা নাইট রাইডার্স। মোটা টাকা নিয়ে নিলামে কার্যত ঝড় তুলে দল গুছিয়ে নিয়েছে নাইটরা। গত মরশুমের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার লক্ষ্যেই যে তারা নেমেছে, তা শাহরুখ খানের দল বুঝিয়ে দিচ্ছে। এবার প্রাক্তন ক্রিকেটার দিশান্ত ইয়াগনিককে ফিল্ডিং কোচ হিসাবে ঘোষণা করল কেকেআর।
আইপিএলের নতুন মরশুমকে সামনে রেখে কোচিং স্টাফের দলকেও ঢেলে সাজাচ্ছে নাইটরা। গত বছরের অক্টোবরে সরকারিভাবে অভিষেক নায়ারের নাম কোচের পদে ঘোষণা করেছিল কেকেআর। সহকারী কোচ হিসাবে যুক্ত হয়েছিলেন শেন ওয়াটসন।
তাছাড়াও বোলিং কোচ হিসাবে আনা হয়েছিল টিম সাউদিকে। পাওয়ার কোচ হিসাবে থাকছেন সদ্য অবসর নেওয়া আন্দ্রে রাসেল। তাছাড়াও গত বারের মতো দলের মেন্টর থাকছেন ডোয়াইন ব্রাভো।
এবার ফিল্ডিং কোচ হিসাবে দিশান্ত ইয়াগনিগকে যুক্ত করল কলকাতা। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। জম্মু-কাশ্মীরের সহকারী কোচ ছিলেন। তাঁর অধীনেই রনজিতে শেষ আটে পৌঁছেছে জম্মু-কাশ্মীর।
ক্রিকেটার জীবনে উইকেটকিপিং করতেন দিশান্ত। ১৩ বছরের ঘরোয়া কেরিয়ারে ৫০টি প্রথম শ্রেণির, ৪১টি লিস্ট 'এ', ৫৬টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে।
খেলোয়াড়ি জীবনে ২০১১-১৪ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে ২৫টি আইপিএল ম্যাচ খেলেছিলেন। অবসর নেওয়ার পর ২০১৮-২৫ সাল পর্যন্ত রাজস্থানের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন দিশান্ত।
কেকেআর এক বিবৃতিতে জানিয়েছে, 'দিশান্ত ইয়াগনিককে দলের ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ করা হল। তিনি আমাদের কোচিং স্টাফে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। অভিষেক নায়ার (প্রধান কোচ), ডিজে ব্রাভো (মেন্টর), শেন ওয়াটসন (সহকারী কোচ), টিম সাউদি (বোলিং কোচ) এবং আন্দ্রে রাসেল (পাওয়ার কোচ)-এর নেতৃত্বে নতুন চেহারার সাপোর্ট স্টাফ ইউনিট নিয়ে আইপিএল খেলবে আমাদের ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশির তকমা পেয়েছেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে মিনি নিলামে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাছাড়াও মাথিশা পাথিরানাও রয়েছেন কেকেআরে।
তবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনে সমালোচিত হতে হয়েছিল কেকেআরকে। বাংলাদেশে হিন্দু ধর্মালম্বী সংখ্যালঘুদের উপরে অত্যাচারের কারণে কেকেআরের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে সরব হয়েছিলেন দেশের বিজেপি নেতাদের অনেকেই।
তীব্র আক্রমণ করা হয়েছিল কেকেআর মালিক শাহরুখ খানের সঙ্গে ভারতীয় বোর্ডকে। বলাবলি চলছিল, বাংলাদেশে যখন নির্বিচারে হিন্দু নিপীড়ন চলছে, তখন কোন যুক্তিতে মুস্তাফিজুরকে এখনও দলে রেখে দিয়েছে কেকেআর? কেন তাঁর সঙ্গে চুক্তি এখনই ছিন্ন করা হচ্ছে না? এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের তরফে কেকেআর-কে বলা হয়, মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার কথা।
Published By: Prasenjit DuttaPosted: 05:51 PM Jan 21, 2026Updated: 05:51 PM Jan 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
