Advertisement
বিয়ে করে ফেললেন পুরুষ হৃদয়ে ঝড় তোলা পুনম পাণ্ডে, পাত্রের পরিচয় জানেন?
দেখুন পুনমের বিয়ের ফটো অ্যালবাম।
অতিমারী আবহেই অগ্নিকে সাক্ষী রেখে প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পুরুষদের হৃদয়ে ঝড় তোলা মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে।
পাত্র স্যাম বম্বে। তাই স্ত্রীয়ের সঙ্গে ছবি আপলোড করে পুনমের স্বামীও ক্যাপশন বেঁধেছেন "মিস্টার অ্যান্ড মিসেস বম্বে।"
বিয়ের সাজে পুনমকে দেখা গেল ডিজাইনার ঘাঘড়া চোলিতে সাজতে। সঙ্গে মানানসই ভারী গয়নাও পরেছেন। পাত্রও কনে পুনমের সঙ্গে ম্যাচিং শেরওয়ানিতে সেজেছেন।
বিয়ের ছবি শেয়ার করে পুনম পাণ্ডে লিখেছেন, "সাত জন্মের জন্য বাঁধা পড়লাম তোমার সঙ্গে।" যা শুনে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা।
Published By: Sandipta BhanjaPosted: 03:02 PM Sep 11, 2020Updated: 03:02 PM Sep 11, 2020
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
