Advertisement
জেলের প্রার্থনাকক্ষে ডাকাতদের সঙ্গে উদ্দাম যৌনতা তরুণী জেলকর্মীর! বাইরে পাহারায় দু'জন, তারপর...
নিজের প্রথম চাকরিতেই বন্দিদের সঙ্গে যৌনতায় মাতলেন ২৩ বছরের যুবতী।
জেলের মধ্যেই বন্দির সঙ্গে উদ্দাম যৌনতায় মত্ত জেল আধিকারিক, তাও আবার প্রার্থনাকক্ষে! বাইরে দাঁড়িয়ে আবার পাহারা দিল আরও দুই বন্দি। ২৩ বছর বয়সি মহিলা জেল আধিকারিকের কাণ্ডে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের এইচএমপি কোল্ডিংলে জেলে। গত চার বছর ধরে সেখানে কর্মরত ছিলেন ইসাবেলা ডেল নামে ২৩ বছর বয়সি এক আধিকারিক। কুখ্যাত অপরাধীর সঙ্গে উদ্দাম যৌনতায় মত্ত হওয়ার অভিযোগ উঠেছে ইসাবেলার বিরুদ্ধে।
জানা গিয়েছে, ১২ বছরের কারাদণ্ড পাওয়া ডাকাত শাহিদ শরিফের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ইসাবেলার। তারপর থেকেই একাধিকবার জেলের প্রার্থনাকক্ষে গিয়ে শরীরী খেলায় মেতে উঠতেন ইসাবেলা-শাহিদ। সেসময়ে আরও দু'জন বন্দিকে প্রার্থনাকক্ষের বাইরে পাহারা দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিতেন তাঁরা।
গতবছর অক্টোবর মাসে প্রকাশ্যে আসে ঘটনাটি। ২৩ বছর বয়সি ইসাবেলার বিরুদ্ধে শুরু হয় তদন্ত। আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, জেলের নানা অংশে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে ইসাবেলা এবং শাহিদকে।
নিজেদের যৌনতা নিয়ে জেলবন্দি অবস্থাতেই ইসাবেলাকে মেসেজও পাঠাতেন শাহিদ। একটি মেসেজে তিনি এটাও লেখেন, 'তোমার পু*** অ্যামেজিং।' তদন্ত চলাকালীন সেই কথোপকথনও প্রকাশ্যে এসেছে।
কেবল শাহিদ নয়, তার আগে কনর মুনি নামে আরেক বন্দির সঙ্গেও জেলের মধ্যে যৌনতায় জড়ানোর অভিযোগ রয়েছে ইসাবেলার বিরুদ্ধে। তবে সেই অভিযোগের কোনও প্রমাণ মেলেনি।
তদন্ত চলাকালীন জানা যায়, ইসাবেলার সঙ্গে প্রেমের সুযোগ কাজে লাগিয়ে জেল থেকেও অপরাধ চক্রে জড়িয়ে ছিলেন শাহিদ। জেলের ড্রাগ তল্লাশি এড়াতে ইসাবেলা খামে করে মাদক পৌঁছে দিতেন শাহিদের কাছে।
নিজের প্রথম চাকরিতেই ইসাবেলার এহেন কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। জানা গিয়েছে, নিজের গলায় শাহিদের নাম ট্যাটু করিয়েছিলেন ইসাবেলা। তবে প্রার্থনাকক্ষে যৌনতার খবর প্রকাশ্যে আসতে চাকরি ছাড়েন তিনি।
তদন্ত চলাকালীন ইসাবেলার আইনজীবী দাবি করেন, মানসিকভাবে দুর্বল ছিলেন তিনি। মানসিক শান্তি খুঁজতেই তিনি শাহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। সেখান থেকেই সম্পর্ক গভীর হয়ে যৌনতায় জড়িয়ে পড়েন দু'জনে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:12 PM Jan 21, 2026Updated: 04:12 PM Jan 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
