Advertisement
দিওয়ালি পার্টিতে প্রিয়াঙ্কা যেন 'পটাখা', স্ত্রীর 'দেশি ম্যাজিকে' মুগ্ধ পরদেশিবাবু নিক
মার্কিন মুলুকের পার্টিতে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। কী বললেন নিক?
মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর 'পরদেশীবাবু' নিক জোনাসও বিগত কয়েক বছরে পুরোদস্তুর 'সংস্কারি জামাই' হয়ে উঠেছেন।
ফি বছর মার্কিন মুলুকের বন্ধুদের জন্য দিওয়ালি পার্টির আয়োজন করেন নিক-প্রিয়াঙ্কা। এবার লন্ডনে প্রাক-দীপাবলি উদযাপনের মুহূর্ত শেয়ার করে শোরগোল ফেলে দিলেন দেশি গার্ল।
বৃহস্পতিবার জনি ওয়াকার-এর 'দিওয়ালি বল' শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। আর সেখানেই রাহুল মিশ্রর ডিজাইন করা পোশাকে রেড কার্পেটে রীতিমতো ঝড় তুললেন নায়িকা।
দিওয়ালি পার্টির জন্য এবার আর সোনালি কিংবা রুপোলি রং নয়, বরং প্রিয়াঙ্কা বেছে নিয়েছেন টকটকে লাল নেটের গাউন। ওয়ান শোল্ডার পোশাকে ঝকমারি সিক্যুইনের কাজ।
নজর কাড়ল প্রিয়াঙ্কার করসেট স্টাইলের গাউনের সঙ্গে যুক্ত নেটের 'ভেইল'। যেখান থেকে উঁকি দিচ্ছে অভিনেত্রীর উন্মুক্ত লাস্যময়ী উরু। তার সঙ্গে হিরের মানানসই গয়নায় মোহময়ী নায়িকা।
সিঁড়ি, কার্পেট ছাড়িয়ে প্রিয়াঙ্কার পোশাকের 'ভেইল' যেন মায়াবী স্টাইলে মনহরণ করল। দেশি গার্ল বলছেন, এটাই বছরের প্রিয় সময় আমার।
উদযাপনের মূহূর্ত ভাগ করে নিয়ে প্রিয়াঙ্কা জানালেন, বিশ্বের অন্যতম প্রিয় শহরে ডরচেস্টার হোটেলে জনি ওয়াকার-এর সঙ্গে এক দারুণ সময় কাটল।
Published By: Sandipta BhanjaPosted: 03:02 PM Oct 17, 2025Updated: 03:02 PM Oct 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
