Advertisement
ফের বরবেশে রণবীর, 'ব্ল্যাক বিউটি' অনন্যা, দুই তারকার ছবি থেকে চোখ ফেরানো দায়
কে কোন ডিজাইনারের পোশাকে র্যাম্প মাতালেন?
বছর দুয়েক আগেই আলিয়া ভাটকে বিয়ে করেছেন। মিষ্টি মেয়ে রাহার বাবা হয়েছে। আবারও বরবেশে দেখা গেল রণবীর কাপুরকে।
রণবীরের এই বিয়ের সাজ একেবারেই র্যাম্পের জন্য। তশভা ফ্যাশন উইকে ডিজাইনার তরুণ তাহিলানির পোশাকে হাঁটেন বলিউডের 'অ্যানিম্যাল'।
সিল্ক আইভরির শেরওয়ানি ছিল রণবীরের পরনে। সেই সঙ্গে ম্যাচিং চুড়িদার। তারকার মাথায় ছিল পাগড়ি। 'বারাত' থিমের শোয়ে তাঁকে নাচতেও দেখা যায়।
Published By: Suparna MajumderPosted: 11:49 AM Oct 15, 2024Updated: 11:49 AM Oct 15, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ