Advertisement
ঋতাভরীর 'লাল ইশক', শাড়িতে গ্ল্যাম লুকে নায়িকা যেন মোহময়ী
শান্ত-স্নিগ্ধ রূপে কেমন লাগছে ঋতাভরীকে?
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মানেই এক অন্য মুগ্ধতা। তিনি আসেন, দেখেন, জয় করেন। লাল শাড়িতে স্নিগ্ধ রূপে বরাবরের মতো মন জয় করে নিলেন নায়িকা।
টলিপাড়ায় এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তিনি প্রথম সারির নায়িকা। তাঁর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় তাঁর জীবন বেশ 'হ্যাপেনিং'।
চলতি বছরেই দীর্ঘদিনের মনের মানুষ সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরেছেন ঋতাভরী। সদ্য তাঁর সঙ্গেই প্যারিস বেড়াতে যাওয়ার ছবিও পোস্ট করেছিলেন ঋতাভরী। চলতি বছরেই নাকি সারবেন বিয়েটাও।
Published By: Arani BhattacharyaPosted: 09:06 PM Aug 21, 2025Updated: 09:06 PM Aug 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
