Advertisement
তেজস্ক্রিয় সুনামিতে ধ্বংস হবে আস্ত শহর! সমুদ্রে নামল পরমাণু অস্ত্রে সজ্জিত রাশিয়ার অতিকায় 'দানব'
এই সাবমেরিন রাশিয়ার ভয়ংকর পসাইডন ড্রোন বহনের জন্য বিশেষভাবে তৈরি।
পরমাণু শক্তিতে চালিত ভয়ংকর ডুবো জাহাজ খাবারোভস্ককে সমুদ্রে নামাল রাশিয়া। নয়া এই ডুবোজাহাজ রাশিয়ার অত্যাধুনিক পসাইডন পরমাণু ড্রোন বহনে সক্ষম। যাকে 'ডুমসডে মিসাইল'ও বলা হয়। যা সমুদ্র উপকূলীয় দেশকে এক নিমেষে ধ্বংস করে দিতে সক্ষম। রবিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ ও নৌসেনার শীর্ষকর্তাদের উপস্থিতিতে সমুদ্রে নামানো হয় খাবারোভস্ক নামের এই অত্যাধুনিক ডুবোজাহাজটি।
গ্রিক সমুদ্রদেবতার নামে নামাঙ্কিত পসাইডন কোনও সাধারণ টর্পেডো বা ক্ষেপণাস্ত্র নয়। এটি স্বয়ংক্রিয়, পারমাণবিক শক্তিচালিত এবং পারমাণবিক অস্ত্রবাহী ডুবো-ড্রোন। সমুদ্রের তলা দিয়ে গিয়ে যা ধ্বংস করে দিতে পারে পৃথিবীর বড় বড় শহরকে। সেই অস্ত্র বহন করতেই সমুদ্রে নামানো হল অত্যাধুনিক এই ডুবো জাহাজ।
রুশ প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, সমুদ্রতলে ভয়ংকর অস্ত্র ও রোবোটিক সিস্টেমে সজ্জিত এই সাবমেরিন রাশিয়ার সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করবে। এবং মহাসাগরগুলিতে রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষা করবে। খাবারোভস্ক সেন্ট্রাল ডিজাইন ব্যুরো অফ মেরিন ইঞ্জিনিয়ারিং দ্বারা ডিজাইন করা হয়েছে। এটি সমুদ্রে যে কোনও যুদ্ধের জন্য প্রস্তুত। এতে বিভিন্ন উদ্দেশ্যে আলাদা আলাদা রোবোটিক সিস্টেম রয়েছে। তবে এই সাবমেরিনের মূল শক্তি হল পসাইডন ড্রোন। গত সপ্তাহেই এই ড্রোনের সফল পরীক্ষা করে রাশিয়া।
জানা যাচ্ছে, এই ডুবো ড্রোনে রয়েছে পারমাণবিক রিয়্যাক্টর। ফলে অফুরন্ত জ্বালানি পায় এই ড্রোন। একবার জলে নামলে গোটা বিশ্ব ঘুরে আসতে পারে এটি। শত্রু ধ্বংস করতে মাসের পর মাস সমুদ্রে অপেক্ষা করতে পারে একবারও মাথা না তুলে।
Published By: Amit Kumar DasPosted: 09:27 PM Nov 02, 2025Updated: 09:27 PM Nov 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
