Advertisement
ছাপা হয়েছিল বিয়ের কার্ড! স্মৃতি-পলাশের মতো শেষবেলায় সম্পর্ক ভাঙে এই তারকাদেরও
সলমন-সঙ্গীতা বিজলানি, অক্ষয় -রবিনা ট্যান্ডন-সহ আর কারা? দেখে নিন।
সিনেদুনিয়ার ইতিহাসে এমন তারকাজুটির সংখ্যা নেহাত কম নয়, বাগদান সারার পরও ছাঁদনতলায় যাওয়ার আগেই যাঁদের সম্পর্কে ভাঙন ধরে। যার সাম্প্রতিক উদাহরণ সুরকার পলাশ মুছল এবং ক্রিকেটার স্মৃতি মন্দানা। সেই তালিকায় সলমন-সঙ্গীতা বিজলানি, অক্ষয় -রবিনা ট্যান্ডন-সহ আর কারা? দেখে নিন।
সলমন খান এবং প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানি বহু বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেইমতো বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের দিন কয়েক আগে বেঁকে বসেন সলমন! শেষমেশ বিয়েটাই বাতিল হয়ে যায়।
অভিষেক বচ্চনের সঙ্গে করিশ্মা কাপুরের মাখোমাখো রসায়নের কথা কারও অজানা নয়! পারিবারিক এক অনুষ্ঠানে নিজেদের বাগদানের কথা ঘোষণা করেছিলেন করিশ্মা-অভিষেক। কিন্তু মাসখানেকের মধ্যেই তাঁদের সম্পর্কে চিড় ধরে। কানাঘুষো, বউমা হিসেবে কাপুরকন্যাকে পছন্দ ছিল না জয়া বচ্চনের! অতঃপর বিয়ের পিঁড়িতে বসার আগেই সম্পর্কে ইতি টানেন জুনিয়র বচ্চন।
নব্বইয়ের দশকে অনস্ক্রিন রসায়নের পাশাপাশি অফস্ক্রিনেও বেজায় চর্চিত ছিল অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডনের সমীকরণ। শোনা যায়, গোপনে নাকি তাঁরা বাগদানও সেরে ফেলেছিলেন। তবে বিশ্বাসঘাতকতার জেরেই নাকি তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। অভিযোগের তীর যদিও খিলাড়ির দিকেই। রবিনাকে নাকি কেরিয়ার আর সম্পর্কের মধ্যে কোনও একটা বেছে নিতে বলা হয়েছিল। তাতেই অক্ষয়ের সঙ্গে সম্পর্কে চিড় ধরে নায়িকার।
বর্তমানে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রশ্মিকা মন্দানার বিয়ের গুঞ্জনে তোলপাড় বিনোদুনিয়া। কিন্তু জানেন কি, একসময়ে রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান সেরেছিলেন দক্ষিণী নায়িকা। আনুষ্ঠনিকভাবে বিয়ের ঘোষণাও করেন। তবে মাসখানেক বাদে ব্যক্তিগত কারণ দর্শিয়ে সাতপাক ঘোরার পরিকল্পনা বানচালের খবর দেন রশ্মিকা মন্দানা।
'বিগ বস' ঘরের সবথেকে জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম উপেন প্যাটেল এবং করিশ্মা তান্না। সম্পর্কে থাকাকালীন 'নাচ বালিয়ে' এবং এমটিভির 'লাভ স্কুলে'র মতো রিয়েলিটি শোয়ে যোগ দিয়েছিলেন তাঁরা। তবে পরবর্তীতে বিয়ের আগেই তাঁদের সম্পর্কে ভাঙন ধরে।
বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রুভারের সঙ্গে একসময়ে সম্পর্কে ছিলেন বরখা বিস্ত। টেলিদুনিয়ার তারকা হিসেবে দুজনেই তখন সবে জনপ্রিয় হতে শুরু করেছেন। প্রেমের টানে বাগদানও সেরে ফেলেছিলেন তাঁরা। তবে পরে অজ্ঞাতকারণে বিয়ে বাতিল করে দেন দুজনেই।
Published By: Sandipta BhanjaPosted: 09:32 PM Dec 08, 2025Updated: 09:32 PM Dec 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
