Advertisement
বাঙালির ভ্যালেন্টাইনস ডে, সরস্বতী পুজোয় কলকাতার কাছের এই জায়গাগুলি হোক 'লাভ বার্ডস'দের ঠিকানা
অল্প সময়ে, কম খরচে এই জায়গাগুলি হোক আপনার গন্তব্য।
রাত পোহালেই সরস্বতী পুজো। তা নিয়ে পড়ুয়াদের মধ্যে উৎসাহের অন্ত নেই। কী পরবে, স্কুল-কলেজের পর বন্ধুদের সঙ্গে কোথায় যাবে, তা নিয়ে ভাবনাচিন্তার শেষ নেই।
সরস্বতী পুজো মানেই যেমন বন্ধুবান্ধবদের সঙ্গে ইতিউতি যাওয়ার ছাড়পত্র পাওয়া। আড্ডা সময় কাটানো। তেমনই আবার বাঙালির প্রেমদিবসও বটে। যেন ওইদিন মনের মানুষকে কিছুটা বাড়তি পাওয়া।
রংমিলান্তি পোশাকে সেজে একে অপরের হাতে হাত রেখে ঘুরে বেড়ানো। কোথাও গিয়ে কিছুটা সময় কাটানো দু'জনের। তা হতে পারে কলকাতার আশেপাশে কোনও পার্কে। কিংবা কোনও ক্যাফে বা রিসর্টে।
আপনিও কি কিছুটা সময় কাটানোর জন্য কোনও রিসর্ট খুঁজছেন? তবে আপনার গন্তব্য হতেই পারে বৈদিক ভিলেজ স্পা রিসর্ট। নিউটাউনের কাছে এই রিসর্ট আপনাকে একটুকরো গ্রামের স্বাদ দিতে পারে। সুইমিং পুলে কিছুটা সময় কাটাতে পারেন। সঙ্গে রয়েছে খাবারদাবারের সুবন্দোবস্ত। দু'জনে যেতে একদিনের জন্য খরচ পড়তে পারে হাজার পাঁচেক টাকা।
ডায়মন্ড হারবার রোডের ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পাতে খানিকটা সময় নিজেদের মতো করে কাটাতে পারেন। ফ্রি পার্কিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে এখানে।
প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান? তবে আপনার ঠিকানা হতেই পারে বিবিরহাটের গ্রাম বাংলা রিট্রিট। কলকাতা থেকে ঘণ্টাখানেকের দূরত্বে এই রিসর্টটি। এখানে চাষ করা ফসলে হয় রান্না। তার ফলে সুস্বাদু খাবারও খেতে পারবেন।
সোনারপুর রোডের বনবীথি রিসর্টেও দু'জনে দু'জনের মধ্যে ডুবে যেতে পারেন। সুইমিং পুল, বিলাসবহুল ঘর, পার্কিংয়ের সুবন্দোবস্ত - সবমিলিয়ে যাকে বলে অনবদ্য। খরচ খুব বেশি নয়। তাই আর দেরি কীসের, আজই বুক করে ফেলুন।
বারুইপুরের কেয়া পাতার নৌকা রিসর্টে কাটাতে পারেন কয়েকটি ঘণ্টা। হলফ করে বলা যায় এই বেড়ানো আপনার সুস্মৃতি হয়ে মনের মণিকোঠায় তুলে রাখার মতো হবেই। তাই সাতপাঁচ না ভেবে সরস্বতী পুজোর দিন তৈরি হয় দু'জনে বেরিয়ে পড়ুন।
Published By: Sayani SenPosted: 07:20 PM Jan 22, 2026Updated: 07:45 PM Jan 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
