Advertisement
গান-নাচ, সঙ্গে এলাহি খাওয়াদাওয়া, নিউজিল্যান্ডে জমজমাট বাগদেবীর আরাধনা
কী ছিল মেনুতে?
নিউজিল্যান্ডের বিখ্যাত গার্ডেন সিটি এবং নিউজিল্যান্ড ক্রিকেটের সাংস্কৃতিক আবাসস্থলে বাগদেবীর আরাধনা। কুমোরটুলি থেকে আসে প্রতিমা। ২০২০ সালে মাত্র ৫ জন মূল সদস্য সরস্বতী পুজোর আয়োজন করেন। বর্তমানে পুজো কমিটির সদস্য সংখ্যা ৩৮। দুর্গাপুজোর আয়োজনও করেন তাঁরা।
ফিলিপসটাউন কমিউনিটি হাবে বাঙালিয়ানা এবং সংস্কৃতির অভিনব মেলবন্ধন। মন্ত্রোচ্চারণ করে পুজো করা হয়। পুজোর আয়োজন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউজিল্যান্ডে যেন একটুকরো বাংলা।
বাগদেবীর আরাধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। নাচ ও গানে জমজমাট অনুষ্ঠানে মেতে ওঠেন সকলে।
আট থেকে আশি - প্রায় সকলে এই অনুষ্ঠানে যোগদান করেন। কেউ বাংলা গানে মন ভরান দর্শক। কারও গলায় হিন্দি গান শোনেন শ্রোতারা। দর্শকদের মধ্যেও উন্মাদনা ছিল তুঙ্গে।
বাগদেবীর আরাধনায় খাওয়াদাওয়ার এলাহি আয়োজন থাকবে না, তা কী হয়? মেনুতে ছিল পোলাও, ডাল মাখানি, আলুর দম, টমেটোর চাটনি, পাঁপড়, গুলাব জামুন, কাস্টার্ড।
Published By: Sayani SenPosted: 09:29 PM Feb 02, 2025Updated: 09:41 PM Feb 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ