Advertisement
৬৩ বছর বয়সেও মিলনের প্রস্তাব পান কিশোরের থেকে! যৌনতা বিশারদের মন্তব্যে বিতর্ক তুঙ্গে
বিখ্যাত সাংবাদিক শুভঙ্কর মিশ্রের পডকাস্টে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল তরুণরা বয়সে বেশি মহিলাদের প্রতি অনেক সময়ই আকর্ষণ করে কেন। এর জবাবে সীমা তাঁর ব্যক্তিগত একটি অভিজ্ঞতা ভাগ করে নেন। আর তাতেই ঘটে যায় অনর্থ।
যৌনতা বিষয়টা নিয়ে প্রকাশ্যে আলোচনা হলে বিতর্কের একটা সম্ভাবনা থেকেই যায়, যদি বক্তা কোনও বেফাঁস মন্তব্য করা থেকে বিরত না থাকেন। ঠিক তেমনটাই হয়েছে সাম্প্রতিক এক পডকাস্টে। সেখানে উপস্থিত থাকা দু'জনই জনপ্রিয় মুখ। আর তাঁরাই এবার জড়ালেন বিতর্কে। তাঁদের একজন বিখ্যাত সাংবাদিক শুভঙ্কর মিশ্র। অন্যজন বিখ্যাত যৌন বিশারদ সীমা আনন্দ। অবশ্য তিনি একজন পুরাণবিদ এবং গল্প কথকও বটে।
ঠিক কী বলেছিলেন সীমা? আসলে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল তরুণরা বয়সে বেশি মহিলাদের প্রতি অনেক সময়ই আকর্ষণ করে কেন। এর জবাবে সীমা তাঁর ব্যক্তিগত একটি অভিজ্ঞতা ভাগ করে নেন। আর তাতেই ঘটে যায় অনর্থ।
সীমা গত বছর তাঁর সঙ্গে ঘটা একটি ঘটনার উল্লেখ করেন। জানান, সেই সময় তাঁর কাছে প্রেম প্রস্তাব নিয়ে আসা ছেলেটির বয়স ছিল ১৫ বছর। তিনি আরও জানান যে, তখন তাঁর বয়স ছিল ৬৩ বছর। তাঁর এই কথার প্রতিক্রিয়ায় শুভঙ্কর বলেন, “আপনার চেয়ে চার গুণ ছোট একটি ছেলে আপনার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করেছে।” যার উত্তরে সীমা যোগ করেন, “এবং অত্যন্ত জঘন্য ভাষায়।”
তিনি আরও জানান, ছেলেটিকে তিনি পরিষ্কার বুঝিয়ে দেন অল্পবয়সিদের সঙ্গে সম্পর্ক রাখতে তিনি পছন্দ করেন না। কিন্তু কিশোরটি বারবার প্রস্তাব দিতে থাকে। বলে একবার 'ট্রাই' করতে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি সীমা।
ক্লিপটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে ওঠে। অনেকেই বলেছেন, যেখানে একজন নাবালক জড়িত, সেখানে কথা বলার সময় আরও সতর্ক হওয়া উচিত ছিল। তাঁদের মতে, আলোচনাটি নিছক কৌতূহল বা সামাজিক পর্যবেক্ষণ ছাড়িয়ে দায়িত্ব, সীমারেখা এবং সুরক্ষার মতো বিষয়গুলোকে ফুটিয়ে তোলে।
একজন ইউজার লিখেছেন, 'এই গল্পটি কোনও বিনোদনের বিষয় নয়, বরং উদ্বেগের কারণ। শুভঙ্কর মিশ্রের মতো এক বড় প্ল্যাটফর্মে সীমা আনন্দের উচিত হয়নি অপ্রাপ্তবয়স্কদের সম্পর্কিত বিষয়গুলো এমন হালকাভাবে আলোচনা করা। যখন বিষয়টি একজন ১৫ বছর বয়সি নাবালককে নিয়ে, তখন প্রশ্নটা আকর্ষণ নিয়ে নয়, বরং সীমা ও দায়িত্ববোধ নিয়ে। এই ধরনের আলোচনাকে ভাইরাল কন্টেন্ট হিসেবে না দেখে একটি সতর্কবার্তা হিসেবে নেওয়া উচিত।'
Published By: Biswadip DeyPosted: 06:09 PM Jan 18, 2026Updated: 06:09 PM Jan 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
