shono
Advertisement
Sanjoy Sen

সন্তোষ ট্রফিতে বাংলার দায়িত্বে সঞ্জয় সেন, ঘুরে দাঁড়াতে ভরসা আই লিগ জয়ী কোচ

গত সন্তোষ ট্রফিতে ভালো ফল করতে পারেনি বাংলা।
Published By: Arpan DasPosted: 04:48 PM Sep 28, 2024Updated: 05:57 PM Sep 28, 2024

প্রসূন বিশ্বাস: নভেম্বর থেকে শুরু হচ্ছে সন্তোষ ট্রফির গ্রুপ পর্ব। ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে ভালো ফল করার জন্য নতুন হেড কোচ নিয়োগ করল আইএফএ। আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে তুলে দেওয়া হল সন্তোষে বাংলা সিনিয়র পুরুষ দলের দায়িত্ব। শনিবার আইএফএ-র কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

গত সন্তোষ ট্রফিতে ভালো ফল করতে পারেনি বাংলা। শুধু গত বছর নয়, কয়েক বছর ধরেই বাংলার অবস্থা সন্তোষ ট্রফিতে ভালো নয়। ৩২ বারের চ্যাম্পিয়ন দল গতবার মূল পর্বে যোগ্যতা অর্জন করতে পারেনি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলা দল। তাই দায়িত্ব দেওয়া হল আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনকে। ২০১৪-১৫ সালে তাঁর কোচিংয়ে আই লিগ জিতেছিল মোহনবাগান। পাশাপাশি সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলার কোচ নির্বাচিত হয়েছেন সুজাতা কর।

শুধু আই লিগ নয়, মোহনবাগানকে ফেডারেশন কাপও দিয়েছেন সঞ্জয় সেন। বাংলা তথা ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর অভিজ্ঞতা প্রচুর। যেখানে গত কয়েক বছর ধরে সন্তোষ ট্রফিতে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলা। সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন দল শেষ শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে ২০১৬-১৭ সালে। গতবার রঞ্জন চৌধুরীর কোচিংকে মূলপর্বেও উঠতে পারেনি বাংলা। সেই ব্যর্থতা ঘোচাতেই সঞ্জয় সেনের মগজাস্ত্রে ভরসা রাখছে আইএফএ। আগামী মঙ্গলবার কোচেস কমিটির পরবর্তী বৈঠকে এই দুই প্রতিযোগিতায় কোচেদের সহকারীদের নাম স্থির করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নভেম্বর থেকে শুরু হচ্ছে সন্তোষ ট্রফির গ্রুপ পর্ব।
  • ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে ভালো ফল করার জন্য নতুন হেড কোচ নিয়োগ করল আইএফএ।
  • আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে তুলে দেওয়া হল সন্তোষে বাংলা সিনিয়র পুরুষ দলের দায়িত্ব।
Advertisement